🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৯

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৯

  • প্রশ্ন:  ঢাকা-শিলং-গুয়াহাটি এবং কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
    উত্তর:  ৬ জুন ২০১৫ 
     

     

    নিদের্শনা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জনগণের যোগাযোগের দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস ও ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস সূচনা করেন ৬ জুন ২০১৫ । । বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্যোগকে ‘আঞ্চলিক বাণিজ্য করিডোর’ হিসেবে কাজ করবে। কানেকটিভিটি স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক একীভূত করা হবে।

  • প্রশ্ন:  ২০১৫ সালের বাজেটে নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের করমুক্ত আয়সীমা কত?
    উত্তর:  ৩০০০০০ 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের বাজেট অনুযায়ী,  নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের করমুক্ত আয়সীমা তিন লক্ষ

  • প্রশ্ন:  ২০১৫ সালের বাজেট অনুযায়ী, সাধারন করমুক্ত আয়সীমা কত?
    উত্তর:  ২৫০০০০ 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের বাজেট অনুযায়ী, সাধারন করমুক্ত আয়সীমা ২ লাখ পঞ্চাশ হাজার

  • প্রশ্ন:  বাংলাদেশে বিমান বাহিনীর নতুন প্রধান কে?
    উত্তর:  আবু এসরার 
     

     

    নিদের্শনা: নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে ২০১৫ সালের জুন মাসে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আবু এসরার বিবিপি, এনডিসি, এসিএসসি, জিডি(পি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব সন্ধ্যায় নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে এয়ার মার্শাল র‌্যাংক পরিয়ে দেন।

  • প্রশ্ন:  বাংলাদেশে সেনাবাহিনীর নতুন প্রধান কে?
    উত্তর:  আবু বেলাল মোহাম্মদ শফিউল হক 
     

     

    নিদের্শনা: ২৫ জুন ২০১৫ সালে সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি। দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে আগামী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

  • প্রশ্ন:  আইসিসির বর্তমান সভাপতির নাম কি?
    উত্তর:  জহির আব্বাস 
     

     

    নিদের্শনা: পাকিস্তান দলের সাবেক অধিনায়ক জহির আব্বাস গত ২৪ জুন ২০১৫ তারিখে বার্বাডোস এ হওয়া আইসিসির বাৎসরিক সভায় আইসিসির নতুন সভাপতি নির্বাচিত হন।তিনি গত ১ এপ্রিল,২০১৫ সালে পদত্যাগ করা আ হ ম মোস্তফা কামাল এর স্থলাভিষিক্ত হন।তিনি ১৯৬৯ সাল হতে ১৯৭৫ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৭৮ টি টেস্ট এবং ৬২টি ওয়ানডে খেলেন।আইসিসির বর্তমান চেয়ারম্যান শ্রী নিবাসন।

  • প্রশ্ন:  হিঙ্কলি পয়েন্ট সি পারমাণবিক শক্তি প্রকল্পের বিরুদ্ধে “ইউরপিয়ান কোর্ট অফ জাস্টিস এ মামলা করতে যাচ্ছে কোন দেশ?
    উত্তর:  অস্ট্রিয়া 
     

     

    নিদের্শনা: অস্ট্রিয়া ২৩ জুন,২০১৫ সালে হিঙ্কলি পয়েন্ট সি পারমাণবিক শক্তি প্রকল্পের অনুমোদন দেয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে “ইউরপিয়ান কোর্ট অফ জাস্টিস এ মামলা করতে যাচ্ছে। ২৯ জুন,২০১৫  তারিখে মামলাটি করার কথা। অক্টোবর ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত্রাজ্যকে ১৭ বিলিয়ন পাউন্ডের ভর্তুকি প্রদান করে এটি তৈরি ও রক্ষণাবেক্ষন করার জন্য।এই প্রকল্পের আওতায় ইংল্যান্ডের সমারসেটে দুইটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসবে। ২০১১ সালে ফুকুশিমা চুল্লি বিস্ফোরনের পর এটি পশ্চিম ইউরোপের প্রথম পারমাণবিক চুল্লী স্থাপন।ইংল্যান্ডে প্রায় দুই যুগ পরে কোন পারমাণবিক চুল্লী স্থাপন ক্করা হয়েছে।এটি ২০২৩ সালে চালু করা হবে এবং পরবর্তী ৬০ বছর এটি চালু থাকবে।

  • প্রশ্ন:  ইয়েতি কাঁকড়া আবিষ্কারের খবর প্রকাশিত হয় কত তারিখে?
    উত্তর:  ২৩ জুন,২০১৫ 
     

     

    নিদের্শনা: ডঃ সভেন থ্যাটজের নেতৃত্বে একদল ব্রিটিশ বিজ্ঞানী ২৩ জুন ২০১৫ তারিখে ইয়েতি কাকড়ার প্রথম প্রজাতি আবিষ্কার করার ঘোষনা দেন। এই প্রজাতির নাম রাখা হয় কিউয়া টাইলারি(Kiwa tyleri) । এই নাম করণ করা হয় ব্রিটিশ মেরু-জীববিজ্ঞানী পল টাইলার এর নামানুসারে।

  • প্রশ্ন:  সম্প্রতি সমকামী বিয়ের বৈধতা দিয়ে কোন দেশের সুপ্রীম কোর্ট হাইকোর্টে রুলিং প্রদান করে?
    উত্তর:  যুক্তরাষ্ট্র 
     

     

    নিদের্শনা: গত ২৬ জুন,২০১৫ তারিখে যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট সমলিংগ বা সমকামী বিয়ের বৈধতা প্রদান করে।বিচারকদের দ্বিধা-বিভক্ত রায়ে ৫-৪ ব্যবধানে সমকামী বিয়ে বৈধতা পায়। রুলিংটি দেন বিচারক আন্থনি কেনেডি । এর পূর্বে আমেরিকার ৫০ টি অংগ রাজ্যের ৩৭ টি তে সমকামী বিয়ে বৈধ ছিল। কোর্ট অধিকার বিলের অনুমোদন দেন এবং এতে ১৪ তম অধ্যাদেশ যুক্ত করেন।বর্তমানে  আমেরিকাতে  প্রায় ৩ লক্ষ ৯০ হাজার সমকামী যুগল রয়েছে। রঙধনুর পতাকা সমকামীদের গর্বের পতাকা। এলজিবিটি- অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের গর্বের পতাকা। এলজিবিটি কমিউনিটির বৈচিত্রময়তাই এই নানা রঙের সমাহারে প্রকাশ পায়। সমকামীদের অধিকারের প্রশ্নেও উত্তোলিত হয় এই পতাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাংশের এর উৎপত্তি হলেও এখন তা বিশ্বময় প্রচলিত।

  • প্রশ্ন:  *সম্প্রতি আমেরিকান কোন মহাকাশযানটি বিধ্বস্ত হয়?
    উত্তর:  ফ্যালকন-৯ 
     

     

    নিদের্শনা: আমেরিকান মনুষ্যবিহীন ফ্যালকন-৯ নামক  স্পেস-এক্স গত ২৮ জুন,২০১৫ তারিখে ফ্লোরিডার কেপ কেনাভেরাল হতে উড্ডয়নের আড়াই মিনিট পরে বিধ্বস্ত হয়ে যায়।

    আরো পড়ুন ঃ
    আমেরিকায় উচ্চ শিক্ষা

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৩৯"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved