🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৩৫

  • প্রশ্ন:  ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
    উত্তর:  ৬ মে ২০১৫

    নিদের্শনা:

    বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হয়েছে।বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়।

    ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ  পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে । বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন। ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম

  • প্রশ্ন:  ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
    উত্তর:  ৭ মে ২০১৫ 
     

     

    নিদের্শনা: বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হয়েছে।বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়।

    ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ  পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে । বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন। ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম সংবিধান সংশোধনী বিল। বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিলো।

  • প্রশ্ন:  ১৩ মে ২০১৫ সালে কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
    উত্তর:  ভ্যাটিকান সিটি 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের ১৩ মে ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া স্বাধীন দেশের সংখ্যা ১৩৬ টি

  • প্রশ্ন:  বর্তমানে বাংলাদেশে প্রত্নতাত্বিক জাদুঘর কতটি?
    উত্তর:  ১৯ 
     

     

    নিদের্শনা: শত বছরের ইতিহাস আর ঐতিহ্যবাহী রাজশাহীর বাঘা উপজেলায় ০৭/০৫/২০১৫ ইং বিকাল সাড়ে ৫টায় বাঘা মাজারের দক্ষিণে অবস্থিত উপজেলা জাদুঘরের শুভ উদ্বোধন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রি আসাদুজ্জামান নুর।বর্তমানে বাংলাদেশে প্রত্নতাত্বিক জাদুঘর ১৯ টি।

  • প্রশ্ন:  The venue of the Asian Banker Summit 2015 held in April was _____.
    উত্তর:  Hong Kong 
     

     

    নিদের্শনা: The Asian Banker Summit, the region’s largest annual meeting, is a forum for engaging on global themes bringing together thought leaders and industry specialists. The summit comprises of several complementary dialogues that reflect the complexity of today’s industry dynamics. Delegates will participate in interactive panel discussions with topics ranging from banking regulations and technology trends to changes in market initiatives and financial supply chain. The Asian Banker Summit 2015 that was held at the Hong Kong Convention and Exhibition Centre from April 14 to 16, 2015

  • প্রশ্ন:  Palme d’Or কি?
    উত্তর:  একটি চলচ্চিত্র পুরস্কার 
     

     

    নিদের্শনা: কান চলচ্চিত্র পুরস্কার প্রতিবছর মে মাসে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। ১৯৪৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার চলচ্চিত্র অঙ্গনে সবচে’ জমকালো এবং সম্মানিত পুরস্কার বলে গণ্য।

    ২০১৫ সালের ১৩ থেকে ২৪ই মে ৬৮ তম কান চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হল। এবার সর্বোচ্চ পুরস্কার Palme d’Or পেল রণক্লান্ত এক তামিল গেরিলার ফ্রান্সে গিয়ে বসত গড়ার গল্প নিয়ে তৈরি ফরাসি চলচ্চিত্র ‘ধিপান’ (Dheepan).

  • প্রশ্ন:  ২০১৫ সালে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ জিতেছে কে?
    উত্তর:  লাসলো ক্রাসনাহরকাই 
     

     

    নিদের্শনা: বিশ্ব সাহিত্যের সম্মানজনক পুরস্কার ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ জিতেছেন হাঙ্গেরির কল্পলেখক লাসলো। ২০১৫ সালে ১৯-০৫-২০১৫ সালে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট জাদুঘরে এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সারা বিশ্বের ১০ জন লেখকের সংক্ষিপ্ত তালিকা থেকে হাঙ্গেরীয় ভাষার এই লেখককে এবারের বিজয়ী হিসেবে বাছাই করা হয়েছে। হাঙ্গেরীয় সাহিত্যিক লাসলো ক্রাসনাহরকাই হলেন ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ বিজয়ী।সারা বিশ্বের লেখকদের জন্য উন্মুক্ত ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ দুই বছর পর পর দেয়া হয়। এই পুরস্কারটির ক্ষেত্রে লেখকের নির্দিষ্ট কোনো সাহিত্যকর্ম বিবেচনা করা হয় না। পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড।

  • প্রশ্ন:  BRICS জোটের ব্যাংক New Development Bank (NDB) -এর নতুন চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন?
    উত্তর:  কে ভি কামাথ, ভারত 
     

     

    নিদের্শনা: ভারতের ‘কে ভি কামাথ’ আগামী ৫ বছরের জন্য BRICS জোটের ব্যাংক New Development Bank এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উল্লেখ্যঃ BRICS জোট গঠিত হয় ২০১১ সালে।

  • প্রশ্ন:  ২০১৫ সালে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে কোন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়েছেন-
    উত্তর:  রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা আশা হক 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়েছেন- তিনজনই বিরোধী লেবার দলের মনোনয়নে নির্বাচন করেন।রুশনারা- বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, টিউলিপ- হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ও রূপা- ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে বিজয়ী হন।

  • প্রশ্ন:  ফরমালিন নিয়ন্ত্রন আইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
    উত্তর:  ৫ এপ্রিল,২০১৫ 
     

     

    নিদের্শনা: ফরমালিন নিয়ন্ত্রণ আইন গত ৫ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।  আইনে উল্লেখ করা হয়েছে, ‘কোন ব্যক্তি লাইসেন্স ব্যাতীত ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয়, ব্যবহার করিতে বা দখলে রাখিতে পারিবেন না।’ আইনে আরও উল্লেখ করা হয়, ‘কোন ব্যক্তি যদি লাইসেন্স ব্যাতীত ফরমালিন আমদানি, উৎপাদন, বা মজুদ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক যাবজ্জীবন কারাদণ্ডে এবং ইহার অতিরিক্ত অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, তবে ৫ (পাঁচ) লক্ষ টাকার নিম্নে নহে, দণ্ডিত হইবেন।’

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৩৫"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved