সাধারণ জ্ঞান
- প্রশ্ন: বিশ্বে কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?
উত্তর: ভারতেনিদের্শনা: বিশ্বে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস ভারতে
- প্রশ্ন: Recently, which virus has caused an outbreak in the West African countries?
উত্তর: Ebola Virusনিদের্শনা: Recently, Ebola Virus has caused an outbreak in the West African countries
- প্রশ্ন: The Iraqi Militant group, ISIS stands for-
উত্তর: Islamic State in Iraq and Syriaনিদের্শনা: The Iraqi Militant group, ISIS stands for Islamic State in Iraq and Syria
- প্রশ্ন: What is the current bank rate of Bangladesh Bank?
উত্তর: 5.0%নিদের্শনা: Bank rate(%) হচ্ছে সুদের যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ দিয়ে থাকে তাকে ব্যাংক হার(Bank Rate) বলে। বর্তমানে Bangladesh Bank এর Bank Rate(%) হচ্ছে 5.0%
- প্রশ্ন: ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: জোকো উইদোদোনিদের্শনা: ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। ২০১৪ সাল থেকে তিনি কর্মরত আছেন।
- প্রশ্ন: জাতিসংঘের ২০১৬ সালের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্যনিদের্শনা: জাতিসংঘের ২০১৬ সালের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে শীর্ষ দেশ যুক্তরাজ্য। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। ২০১৪ সালে এই সূচকে শীর্ষ দেশ ছিল দক্ষিণ কোরিয়া।
- প্রশ্ন: জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৪নিদের্শনা: ২০১৬ সালে জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৪ নম্বর স্থানে। ২০১৪ সালে এ সূচকে বাংলাদেশ ১৪৮তম স্থানে ছিল।
- প্রশ্ন: ২০১৫ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০৭তমনিদের্শনা: ২০১৫ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূচকে বাংলাদেশের অবস্থান ১০৭তম। ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৯তম।
- প্রশ্ন: ২০১৫ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ডনিদের্শনা: ২০১৫ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। ২০১৪ সালেও শীর্ষে ছিল সুইজারল্যান্ড।
- প্রশ্ন: ২০১৪ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার জয়ী ”জঁ তিহল” কোন দেশের নাগরিক?
উত্তর: ফ্রান্সেরনিদের্শনা: ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জঁ তিহল। বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়। জঁ তিহলের জন্ম ১৯৫৩ সালে, ফ্রান্সের থোয়ায়। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউ অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১৩"