🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১

  • প্রশ্ন:  জাতীয় পতাকা পরিবর্তনের জন্য কোন দেশে গণভোটের আয়োজন করা হয়?
    উত্তর:  নিউজিল্যান্ড 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালে প্রথম এবং ২০১৬ সালের মার্চ মাসে দ্বিতীয় গণভোটের আয়োজন করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বর্তমান পতাকাটি ১৮৬৯ সালে প্রথম ব্যবহার করা হয়। ১৯০২ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

  • প্রশ্ন:  বর্তমানে বিশ্বে কতটি দেশের সরকারি ভাষা ফরাসি?
    উত্তর:  ৩২ টি 
     

     

    নিদের্শনা: ফরাসি ৩২টি দেশের সরকারি ভাষা; এগুলিকে একত্রে লা ফ্রঙ্কোফোনি (La Francophonie) বা “ফরাসিভাষী” বলে অভিহিত করা হয়। এছাড়াও ফরাসি ভাষা জাতিসংঘের এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার দাপ্তরিক ভাষা।

  • প্রশ্ন:  ভারতে ২০১৪ সালে কত তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
    উত্তর:  ১৬ 
     

     

    নিদের্শনা: ভারতে ষোড়শ লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। লোকসভার ৫৪৩টি আসনের সাংসদ নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • প্রশ্ন:  ২০১৪ সালে প্রথমবারের মত পালিত হয় কোন দিবসটি?
    উত্তর:  বিশ্ব বন্যপ্রাণী দিবস 
     

     

    নিদের্শনা: বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষন ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের ৬৮ তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

   
   

7 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved