সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1280
12791. লিমন মহাসড়কের পাশে জমি কিনেছেন ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায়। এ ধরনের সিদ্ধান্ত উদ্যোক্তার কোন গুণ প্রকাশ করে?
- সৃজনশীলতা
- দূরদর্শিতা
- উদ্যোগ
- পরিশ্রম
12792. আবুল কালাম আজাদের প্রাথমিক মূলধন কত ছিল?
- ৪০০ টাকা
- ৪৩০ টাকা
- ৪৫০ টাকা
- ৪৭০ টাকা
12793. জহুরুল ইসলাম ছিলেন-
- সফল সংগঠক
- সমাজ সংস্কারক
- ব্যবস্থাপকের মডেল
A,B,C
12794. একাগ্রতা ও আন্তরিকতা জহুরুল ইসলামকে গড়ে তোলে-
- সার্থক ব্যবসায় উদ্যোক্তা
- অন্যতম ধনাঢ্য ব্যক্তি
- সফল সংগঠক
A,B
12795. স্যামসন এইচ চৌধুরীর সাফল্যের ভিত্তি হলো-
- ধৈর্য
- অধ্যবসায়
- সততা
A,B,C
12796. আবুল কালাম আজাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নাম কী?
- আজাদ ট্রেডার্স
- আজাদ এন্ড কোং
- আজাদ প্রোডাক্টস
- আজাদ কনফেকশনারি
12797. গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন কে?
- শাহিদা আক্তার
- শাহিদা বেগম
- শাহিদা খানম
- শাহিদা আহমেদ
12798. উদ্যোক্তাকে সাফল্য ও সম্মান এনে দেয়-
- দৃঢ় মনোবল
- পরিশ্রম
- সততা
A,B,C
12799. দেশকে এগিয়ে নিতে জনাব সাদমানের মতো উদ্যোক্তারা ভূমিকা রাখেন-
- কর্মসংস্থান সৃষ্টিতে
- জীবনযাত্রার মান উন্নয়নে
- গ্রামীণ অবকাঠামো উন্নয়নে
A,B,C
12800. উদ্যোক্তা শাহিদা বেগমের জন্যে কোন উক্তিটি যুক্তিযুক্ত?
- পূর্ব অভিজ্ঞতাই তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে
- সফল উদ্যোক্তা হওয়ার জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
- নিতান্ত প্রয়োজনে ব্যবসায় শুরু করেছিলেন
- কৃতিত্বার্জনের জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1280"