সংবিধান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1606
16051. উত্তম সংবিধানের প্রকৃতি কোন ধরনের হয়?
- জটিল প্রকৃতির
- সুষম প্রকৃতির
- সহজ প্রকৃতির
- এলোমেলো প্রকৃতির
16052. যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত কোনটি?
- লিখিত সংবিধান
- অলিখিত সংবিধান
- গণতন্ত্র
- সমাজতন্ত্র
16053. বাংলাদেশের সংবিধানে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে?
- মন্ত্রিপরিষদ শাসিত সরকার
- রাষ্ট্রপতি শাসিত সরকার
- এককেন্দ্রিক সরকার
- একনায়কতান্ত্রিক সরকার
16054. লিখনের দেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?
- ১৬ ডিসেম্বর ১৯৭২
- ১৬ ডিসেম্বর ১৯৭৩
- ২৬ মার্চ ১৯৭২
- ২৬ মার্চ ১৯৭৩
16055. লিখনের দেশের সংবিধান প্রণয়ন প্রসঙ্গে চরণটি হলো –
- ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া কমিটি
- সভাপতি ছিলেন ড. কামাল হোসেন
- ১৯ অক্টোবর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গণপরিষদে খসড়া পাঠ করা হয়
A,B
16056. প্রাচুর্যের মতে, জনগণের অধিকার এবং শাসক ও শাসিতের সামঞ্জস্য বিধান করতে নাগরিকের করণীয় –
- সংবিধানকে গুরুত্ব দেওয়া
- আইনকে গুরুত্ব দেওয়া
- ধর্মগ্রন্থকে গুরুত্ব দেওয়া
- সরকারকে গুরুত্ব দেওয়া
16057. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিসের আশঙ্কা থাকে?
- বিপ্লবের
- যুদ্ধের
- শান্তির
- অশান্তির
16058. কত সালে সংবিধান অষ্টম বারের মতো সংশোধন করা হয়?
- ১৯৮১ সালে
- ১৯৮৬ সালে
- ১৯৮৮ সালে
- ১৯৮০ সালে
16059. সংবিধানের সপ্তম সংশোধনী আনয়ন করা হয় কত সালে?
- ১৯৮১ সালে
- ১৯৮৬ সালে
- ১৯৮৭ সালে
- ১৯৮৮ সালে
16060. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
- এককেন্দ্রিক
- যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির
- একনায়কতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সংবিধান - এসএসসি-পৌরনীতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1606"