সংবিধান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1605
16041. উত্তম সংবিধান কিসের ভিত্তিতে প্রণীত হয়?
- জনমত
- আবেগ
- ভোটাভুটি
- অক্লান্ত পরিশ্রম
16042. বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদ কতজন সদস্য নিয়ে গঠিত?
- ৩০০ জন
- ৩৩০ জন
- ৩৪৫ জন
- ৩৫০ জন
16043. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
- ১৩ বার
- ১৪ বার
- ১৫ বার
- ১৬ বার
16044. সংবিধান কী?
- সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ
- সংবিধান একটি কাল্পনিক কাহিনী
- সংবিধান জনগণের ভোগের বিষয়
- সংবিধান রাষ্ট্রের সম্পত্তি
16045. ‘ক’ রাষ্ট্রে শাসক তার নিজের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। ‘ক’ রাষ্ট্রের শাসক কোন প্রকৃতির?
- স্বেচ্ছাচারী
- গণতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- নিয়মতান্ত্রিক
16046. লিখিত সংবিধানের গুণ কোনটি?
- সুস্পষ্টতা
- নমনীয়তা
- অনিশ্চিত
- স্থায়িত্ব কম
16047. কোনটি প্রগতির জন্য সহায়ক?
- লিখিত সংবিধান
- গণতান্ত্রিক ব্যবস্থা
- সমাজতান্ত্রিক ব্যবস্থা
- অলিখিত সংবিধান
16048. কিসের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?
- জনগণ
- সংবিধান
- আইনসভা
- বিচার বিভাগ
16049. উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি?
- লিখিত ও সুস্পষ্ট
- লিখিত ও নমনীয়
- সম্পূর্ণ লিখিত ও অনমনীয়
- লিখিত ও পরিবর্তনশীল
16050. বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে অনুমোদিত হয়?
- ৪ নভেম্বর
- ৮ নভেম্বর
- ১৪ নভেম্বর
- ২১ নভেম্বর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সংবিধান - এসএসসি-পৌরনীতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1605"