শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2275
22741. ‘ক’ নিজের বিশ্বাস ও নৈতিক চরিত্রকে ইসলামের অনুসরণে গড়তে চান, এজন্য তাকে জ্ঞানলাভ করতে হবে-
22742. মহানবি (স) – এর মুখ নি:সৃত প্রতিটি বাণীকে কী বলে?
- কাওলী হাদিস
- হাদিসে কুদসী
- ফি’লী হাদিস
- সহিহ হাদিস
22743. কোন সাহাবি কুরআন বিলুপ্তির আশঙ্কা করেণ?
- আবু বকর (রা)
- উমর (রা)
- উসমান (রা)
- যায়িদ ইবন সাবিত (রা)
22744. মুজতাহিদ অর্থ কী?
- গবেষক
- ধর্মভীরু
- চিন্তাশীল
- মহাজ্ঞানী
22745. শহিদের মর্যাদা লাভের লক্ষ্যে ব্যবসা পরিচালনার জন্য মূল দুটি শর্ত কী?
- শিক্ষা ও বুদ্ধিমত্তা
- মূলধন ও প্রজ্ঞা
- সততা ও বিশ্বস্ততা
- শিক্ষা ও মূলধন
22746. সনদ কী
- হাদিসের মূল বক্তব্য
- বর্ণনাকারী
- রাবি পরম্পরা
- বর্ণনা পদ্ধতি
22747. “এটি একটি কল্যাণময় কিতাব যেটি আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানিগণ যেন উপদেশ গ্রহণ করে।”- আয়াতটি কোন সূরার?
- সূরা মুনাফিকুন
- সূরা আল-বাকারা
- সূরা সাদ
- সূরা আল-ইমরান
22748. ফরজ কাজ অস্বীকার করলে কী হয়?
- কাফির হয়ে যায়
- মুনাফিক হয়ে যায়
- ফাসিক হয়ে যায়
- মুশরিক হয়ে যায়
22749. এমনভাবে কিয়াস করা যাবে না, যেটি পরিপন্থী হবে-
- কুরআনের
- হাদিসের
- ইজমার
A,B,C
22750. পবিত্র কুরআনের সংস্কারক বোর্ড কয়টি প্রতিলিপি তৈরি করেন?
- ৩ টি
- ৪ টি
- ৫ টি
- ৭ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2"