শব্দার্থ – জেএসসি বাংলা । কুইজ মডেল টেস্ট অনুশীলন
4181. ‘সুমন চাকরিতে লেগেছে।’ বাক্যে ‘লাগা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত?
- স্পর্শ
- শুরু
- নিযুক্ত
- থামা
4182. ‘মাথা খাও পত্র দিতে ভুলো না’- এখানে মাথার অর্থ কী?
- আস্কারা
- দিব্যি দেওয়া
- জ্ঞান
- অঙ্গ বিশেষ
4183. নিচের কোন বাক্যে ‘বড়’ শব্দটি অগ্রজ অর্থে ব্যবহৃত হয়েছে?
- রাম আমার বড় ভাই
- পদ্মা বাংলাদেশের বড় নদী
- লোকমান সাহেব বড় লোক
- বাড়িতে বড় কুটুম এসেছে
4184. গান শিখতে হলে ছাড়া গলায় প্রতিদিন রেওয়াজ করতে হবে। বাক্যে ‘ছাড়া’ কী অর্থ প্রকাশ করে?
- ত্যাগ
- মুক্তি
- ব্যতীত
- উচ্চস্বরে
4185. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- শ্রবণী
- ব্যোম
- শৈল
- স্বামী
4186. ‘কৈ মাছের প্রাণ’ – বাগধারাটির অর্থ কী?
- নীরোগ শরীর
- প্রভাবশালী
- যা সহজে মরে না
- ধামাধরা
4187. ‘শকুনি মামা’ অর্থ কী?
- কুৎসিত মামা
- সৎমামা
- কুচক্রী লোক
- পাতানো মামা
4188. ‘আকাশ কুসুম’ – বাগধারাটির অর্থ কী?
- বিপদে পড়া
- একমাত্র অবলম্বন
- অসম্ভব কল্পনা
- ভয়াবহ সন্ধ্যা
4189. ‘মাস্তানদের দৌরাত্ম্য এখন গা সওয়া হয়ে গেছে’ বাক্যে ‘গা’ কোন অর্থ বহন করে?
- শরীর
- গ্রাহ্য
- অভ্যস্ত
- আত্মগোপন
4190. ‘আম্মা লল তেরি খুন কিয়া খুনিয়া’- এখানে ‘লাল’ অর্থ কী?
- রং
- ক্রোধ
- জেলখানা
- পুত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শব্দার্থ - জেএসসি বাংলা । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 419"