যেভাবে একাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন:
প্রথম একদম সাইটের উপরে ডানপাশে LOGIN এ ক্লিক কর
এরপর নিচের চিত্রের মত ইউজারনেম এর নিচে প্রশ্নবোধক ঘরে ক্লিক কর
এরপর নিচের চিত্রের মত ঘরে আপনার ইমেইল লিখুন এবং এর ঠিক নিচে Get reset password link তে ক্লিক কর
এতে আপনার ইমেইলে পাসওয়ার্ড রিসেট এর একটি লিঙ্ক চলে যাবে।
সেখানে ক্লিক করে মেইল ওপেন করলে নিচের চিত্রের মত লিঙ্কে ক্লিক কর
এরপর নিচের চিত্রের মত পাসওয়ার্ড রিসেট লিঙ্ক আসবে, সেখানে দেওয়া অটো পাসওয়ার্ড কেটে দিয়ে আপনার পছন্দমত পাসওয়ার্ড দিন। এরপর রিসেট পাসওয়ার্ড এ ক্লিক কর
এভাবে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করে নিতে পারেন।
0 responses on "যেভাবে একাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়"