মূলধন-ব্যয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1764
17631. কোন উৎস থেকে ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করা হয়?
- প্রতি বছরের মুনাফা থেকে
- বিনিয়োগ হতে প্রাপ্ত অর্জিত আর্ন থেকে
- সম্পদ বিক্রির অর্থ থেকে
- সংরক্ষিত আর্ন থেকে
17632. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি দুটি হয়, তবে তার মূলধন খরচের গড়কে কী বলা হয়?
- গড় মূলধন
- গড় মোট খরচ
- গড় মুনাফা আয়
- গড় মূলধন খরচ
17633. ঋণপত্র বা ঋণকৃত মূলধনের কর-পূর্ব ব্যয় হলো ঋণপত্রের মালিকদের প্রদেয় হার-
- করের হার
- সুদের হার
- গড় আয়ের হার
- বিক্রয়মূল্য
17634. তহবিল যোগানদাতাদের মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
- প্রত্যাশিত আয়
- প্রত্যাশিত ব্যয়
- সম্ভব্য লাভ
- সম্ভাব্য ক্ষতি
17635. ব্যাংকের ধার্যকৃত সুদের হার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কী?
- শূন্য লভ্যাংশ
- মূলধন ব্যয়
- স্থির লভ্যাংশ
- মূলধন আয়
17636. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
- মূলদন বাজেটিং
- মূলধন কাঠামো
- উপরি ব্যয়
- মূলধন ব্যয়
17637. এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কোন ধরনের প্রতিষ্ঠান?
- ক্ষুদ্র প্রতিষ্ঠান
- বৃহৎ প্রতিষ্ঠান
- মাঝারি প্রতিষ্ঠান
- স্থায়ী প্রতিষ্ঠান
17638. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূলধন ব্যয় নিরূপণ করে। কারণ-
- প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
- বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
- বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
B,C
17639. ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
- নির্দিষ্ট হারে
- ইচ্ছামতো
- প্রত্যাশিত আয়ের উপর
- সংরক্ষিত আয়ের উপর
17640. অর্থায়নের বিভন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
- মূলধন বাজেটিং
- মূলধন কাঠামো
- উপরি ব্যয়
- মূলধন ব্যয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধন-ব্যয় - এসএসসি-finance-banking-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1764"