মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1756
17551. মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ হলো-
- বিনিয়োগের পর্যাপ্ত আর্ন নিশ্চিত করণে
- বড় অঙ্কের বিনিয়োগের কারণে
- ঝুঁকি নিরূপণে
A,B
17552. দীর্ঘমেয়াদি বিনিয়োগ হলো-
- নতুন পণ্য বাজারে ছাড়া
- স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
- উৎপাদান পদ্ধতির আধুনিকায়ন
17553. স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্যে কোনটি প্রয়োজন হয়?
- বড় অঙ্কের তহবিল
- কম বাট্টা হার
- প্রকৃত সুদের হার
- অধিক নগদ প্রবাহ
17554. কোন প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৬০,০০০ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত?
- ২৫
- ০০০ টাকা৩০০০০ টাকা৩৫
- ০০০ টাকা৪০০০০ টাকা
17555. প্রতি বছর বিক্রি থেকে মোট অর্জিত আর্ন পাওয়া যায় কখন?
- বিক্রয় পূর্বানুমানের আগে
- প্রকল্প পরিকল্পনার সময়
- বিক্রয় পূর্বানুমানের পরে
- প্রকল্প নির্বাচনের পরে
17556. ভালো বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য-
- পর্যাপ্ত আর্ন নিশ্চিত করতে পারে
- পর্যাপ্ত ঝুঁকি নির্দেশ করে
- মুনাফা অনিশ্চিত হতে পারে
17557. প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
- মোট মুনাফা
- গড় মুনাফা
- মোট বিনিয়োগ
- নিট মুনাফা
17558. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে বিবেচনা করা হয় কোনটি?
- বাট্টা হার
- প্রত্যাশিত নিট মুনাফা
- গড় মুলধনী ব্যয়
- প্রকৃত সুদের হার
17559. আলতাফ সাহেব সা কেমিক্যালস-এর কর্ণধার। একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠানের সকল প্রকার বিনিয়োগ সিদ্ধান্তের লাভজনকতা যাচাই করা হয়। সান ক্যামিক্যালস-এ কোন ধরনের মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
- মূলধন বাজেটিং
- সময়মূল্য
- লভ্যাংশ নীতি
- মূলধন খরচ
17560. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে?
- অর্থায়নের নীতিমালা
- উৎপাদান প্রক্রিয়া
- অর্থায়নের প্রক্রিয়া
- অভ্যন্তরীণ মুনাফা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন - এসএসসি-finance-banking-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1756"