মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1333
13321. একমালিকানা ব্যবসায়ের মালিক নিজেই বহন করেন-
- সকল প্রকার ঝুঁকি
- দায়-দায়িত্ব
- লাভ-লোকসান
A,B,C
13322. কর্মী অংশীদার হলো-
- মূ্লধন বিনিয়োগ করে
- মূলধন বিনিয়োগ করে না
- নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
B,C
13323. কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে?
- ৩টি
- ৫টি
- ৭টি
- ৯টি
13324. মূলধন বিনিয়োগ না করে যদি কোন ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ব্যবসায়ে বিনিয়োগ করে তবে তাকে কী বলে?
- সাধারণ অংশীদার
- কর্মী অংশীদার
- নামমাত্র অংশীদার
- ঘুমন্ত অংশীদার
13325. মি. ফজলুল ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হওয়ার কারণে পোল্ট্রি ফার্মটি কোন ধরনের বিলোপ হয়?
- বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
- বাধ্যতামূলকভাবে
- আদালতের আদেশ অনুসারে
- স্বেচ্ছায় বিলোপ সাধন
13326. ভারত উপমহাদেশে সমবায়ের উদ্যোগ নেয়া হয় কখন?
- ১৯০৪ সালে
- ১৯১২ সালে
- ১৯২৮ সালে
- ২০১২ সালে
13327. সাধারণ অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হয়-
- সবাই একমত হয়ে বিলোপসাধন করলে
- বিজ্ঞপ্তি নিয়ে বিলোপসাধন করলে
- বাধ্যতামূলক বিলোপসাধন করলে
A,B,C
13328. ‘সকল অংশীদারের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপসাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন’ এটি ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
- ৬৮ ধারায়
- ৩৯ ধারায়
- ৩৮ ধারায়
- ৭৮ ধারায়
13329. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
- একমালিকানা কারবার
- অংশীদারি কারবার
- যৌথমূলধনী কারবার
- রাষ্ট্রীয় কারবার
13330. একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
- সহজ গঠন
- একক মালিকানা
- স্বল্প পূঁজির ব্যবসায়
- একক মুনাফা ভোগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1333"