মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1332
13311. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- কোম্পানি সংগঠন
- সমবায় সমিতি
13312. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
- কোম্পানি
- এক মালিকানা
- অংশীদারি
- রাষ্ট্রীয়
13313. নিবন্ধিত হলেও কোন ব্যবসায়ে কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না?
- অংশীদারি ব্যবসায়
- প্রাইভেট লি. কোম্পানি
- পাবলিক লি. কোম্পানি
- রাষ্ট্রীয় কারবার
13314. আইনগত ঝামেলা সবচেয়ে কম থাকে কোন ধরনের ব্যবসায়ে?
- সমবায় সমিতি
- অংশীদারি ব্যবসায়
- একমালিকানা ব্যবসায়
- রাষ্ট্রীয় ব্যবসায়
13315. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
- জেলা প্রশাসকের নিকট থেকে
- থানা নির্বাহী অফিসারের নিকট থেকে
- পৌর কমিশনারের নিকট থেকে
- সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
13316. জনাব মনির সততা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১০ সালে তার মূল ধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাগ মনিরকে কীরূপ অংশীদার হিসেবে চিহ্নিত করা যেতে পারে?
- আপাতদৃষ্টিতে অংশীদার
- সীমিত অংশীদার
- সাধারণ অংশীদার
- নামমাত্র অংশীদার
13317. এক বা একাধিক অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটালে তাকে কি বলে?
- আদালতের মাধ্যমে বিলোপসাধন
- বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপসাধন
- বিজ্ঞপ্তি দ্বারা ঐচ্ছিক বিলোপসাধন
- বাধ্যতামূলক বিলোপসাধন
13318. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী?
- ক্ষুদ্রায়তনের সংগঠন
- স্বল্প পুঁজির ব্যবসায়
- কম ঝুঁকির ব্যবসায়
- সকল ক্ষেত্রে
13319. কোন সময়কালকে সমবায় শতবর্ষ বলা হয়?
- ১৮৪৪-১৯৪৪ সাল
- ১৯০৪-২০০৪ সাল
- ১৯০৮-২০০৮ সাল
- ১৮৬৯-১৯৬৯ সাল
13320. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- যৌথ মূলধনী ব্যবসায়
- সমবায় সমিতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1332"