মানব-শরীর-শ্বসন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 524
5232. ফুসফুসে কোনটি বিদ্যমান?
- ট্রাকিয়া
- অ্যালভিওলাস
- ল্যারিংক্স
- ডায়াফ্রাম
5233. কোনটির সহায়তায় খাদ্যের স্থিতিশক্তি জারিত হয়?
- পানি
- আলো
- অক্সিজেন
- নাইট্রোজেন
5234. আমাদের নি:শ্বাস পদ্ধতিটি নির্ভরশীল-
- মধ্যচ্ছদা পেশির প্রত্যাবর্তনের ওপর
- বক্ষগহ্বরের প্রসারণের ওপর
- পর্শূকার স্ব-স্থানে প্রত্যাবর্তনের ওপর
A,C
5235. সেন্ট্রাল রিসেপ্টর কোথায় অবস্থিত?
- ফুসফুসে
- ডায়াফ্রামে
- হৃৎপিন্ডে
- মেডুলায়
5236. কোন প্রকারের ঘর সাইনুসাইটিসের জন্য ঝুঁকিপূর্ণ?
- শুষ্ক ঘর
- খোলামেলা ঘর
- স্যাঁতস্যাঁতে ঘর
- আলো বাতাসপূর্ণ ঘর
5237. ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলে?
- রেসিডুয়াল ভলিউম
- ভাইটাল ক্যাপাসিটি
- টাইডাল ভলিউম
- টাইডাল বায়ু
5238. খাদ্যবস্তু জারণে নিচের কোনটি প্রচুর পরিমাণে প্রয়োজন হয়?
- CO2
- O2
- H2O
- N2
5239. অ্যালভিওলাই নষ্ট হয় কোন কারণে?
- ধুমপানজনিত কারণে
- ভাইরাসের আক্রমণে
- ব্যাকটেরিয়ার আক্রমণে
- CO2 এর আধিক্য
5240. মানুষের বহি:নাসারন্ধ্রের ছিদ্র সংখ্যা কত?
- 2
- 3
- 4
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।