মানব-রেচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 713
7121. হেনলির লুপ দেখতে কেমন?
- ‘X’ অক্ষরের মতো
- ‘U’ অক্ষরের মতো
- ‘K’ অক্ষরের মতো
- ‘Z’ অক্ষরের মতো
7122. ডায়ালাইসিসি টিউবের বৈশিষ্ট্য কোনটি?
- ভেদ্য
- অভেদ্য
- বৈষম্যভেদ্য
- আংশিক বৈষম্যভেদ্য
7123. বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয়দেশ থেকে সংগ্রহ নালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে কী বলে?
- নোল করপাসল
- অ্যাফারেন্ট অ্যার্টারিওল
- ইফারেন্ট অ্যার্টারিওল
- রেনাল টিউব্যুল
7124. বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
- অতিরিক্ত উদ্ভিজ আমিষ
- ভিটামিন জাতীয় খাদ্য
- অতিরিক্ত পানি পান
- অতিরিক্ত প্রাণীজ আমিষ
7125. কিডনি সংযোজন কত ভাবে করা যায়?
- দুইভাগে
- তিন ভাগে
- চারভাগে
- পাঁচভাগে
7126. রেচন পদার্থ প্রথমে নিক্ষিপ্ত হয় কোথায়?
- মেডুলায়
- মেডুলায় পিরামিডে
- পেলভিসে
- হেনলির লুপে
7127. ম্যত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
- ব্যথা নিরাময়ে ঔষধ পরিহার করা
- নিয়মতান্ত্রিক জীবনযাপন করা
A,B,C
7128. বৈজ্ঞানিক উপায়ে বৃক্ক পরিশোধন করার পদ্ধতিটি কী নামে পরিচিত?
- পেরিস্টালসিস
- ডায়ালাইসিস
- এন্ডোস্কোপি
- এনজিওপ্লাস্টি
7129. ডায়ালাইসিস টিউবটি-
- একটি তরলের মধ্যে ডুবানো থাকে
- তরলটির গঠন রক্তের প্লাজমার অনুরূপ
- তরলটির গঠন লোহিত কণিকার অনুরূপ
A,B
7130. রক্ত বেশি তরল হয় কখন?
- দেহে পানির পরিমাণ বেড়ে গেলে
- দেহে রক্ত প্রবাহ বাড়লে
- দেহে পানির পরিমাণ কমে গেলে
- বৃক্কের চাপ বাড়লে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-রেচন - এসএসসি-জীববিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 713"