মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2116
21151. গ্রামীণ বসতি ও শহুরে বসতির মধ্যে পার্থক্য থাকে-
- নির্মাণ সামগ্রীর 2. রান্নাঘর, শোয়ারঘর 3. পথঘাটের
A,B,C
21152. জলদী ও সীতাকুন্ডের পাহাড়ে কোন ধরনের বসতি দেখা যায়?
- গোষ্ঠীবদ্ধ
- ইতস্তত বিক্ষিপ্ত
- রৈখিক
- কোনোটিই নয়
21153. যাতায়াতের সুবিধা থাকা অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে?
- ছড়ানো
- পুঞ্জিভূত
- বিক্ষিপ্ত
- বিচ্ছিন্ন
21154. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য-
- বসতির মধ্যে ব্যবধান
- ক্ষুদ্র পরিবারভূক্ত বসতি
- অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা
A,B,C
21155. অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে?
- বসতি 2. রাস্তা 3. খামার
A,B
21156. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য?
- পৌর বসতি
- অকৃষি গ্রামীণ বসতি
- গ্রামীণ বসতি
- ক ও খ উভয়ই
21157. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে-
- প্রাকৃতিক কারণ 2. অর্থনৈতিক কারণ 3. সাংস্কৃতিক কারণ
B,C
21158. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?
- খ্রিষ্টপূর্ব ২৫০০
- খ্রিষ্টপূর্ব ৩০০০
- খ্রিষ্টপূর্ব ৩৫০০
- খ্রিষ্টপূর্ব ৪০০০
21159. বাহ্যিক দিক দিয়ে বিচার করলে শহরে আছে-
- শোবার ঘর
- গোয়াল ঘর দিয়ে ঘেরা উঠানঅনেক রাস্তাঘাট
- আকাশচুম্বী অট্টালিকা
A,C
21160. বসতির শ্রেণিবিভাগ করা হয়েছে যার বিত্তিতে-
- সামাজিক ভিন্নতা 2. কাজের প্রকৃতি 3. বসতির ধরন
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2116"