মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2113
21121. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়?
- শিল্প 2. বাণিজ্য 3. কর্দমাক্ত রাস্তা
B,C
21122. কত শতাব্দীতে ইউরোপিয়গণ সম্রাজ্য বিস্তারের জন্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
- ত্রয়োদশ শতাব্দীর শেষে
- দ্বাদশ শতাব্দীর শেষে
- চতুর্দশ শতাব্দীর শেষে
- ষোড়শ শতাব্দীর শেষে
21123. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন?
- পানীয় জলের প্রাপ্যতার জন্য
- বনাঞ্চলের জন্য
- প্রতিরক্ষার জন্য
- ভূ-প্রকৃতির জন্য
21124. নিচের কোনটি গ্রামীণ বসতিতে দেখা যায় না?
- কৃষিকাজ
- মৎস চাষ
- পশু পালন
- পোশাক শিল্প
21125. নিচের কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল?
- গ্রাম
- শহর
- নগর
- কোনোটিই নয়
21126. নিচের কোনটি বসতি স্থাপনের নিয়ামক?
- ভূপ্রকৃতি 2. পানীয় জলের সহজলভ্যতা 3. বনাঞ্চল
A,B,C
21127. সামাজিক বিভিন্নতার কারণে বসতি ভিন্ন হয় কেননা-
- সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকে
- সমাজের বিভিন্ন ধর্মের মানুষের ভাবধারা ও চালচলন ভিন্ন থাকে
- সামাজিক বিভিন্নতার কারণে তারা ভিন্ন ভিন্ন বসতি পছন্দ করে
A,B,C
21128. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
- পুঞ্জিভূত
- বৃত্তাকার
- বিক্ষিপ্ত
- সরল রৈখিক
21129. অনুর্বর মাটিতে কি ধরনের বসতি গড়ে ওঠে?
- বিক্ষিপ্ত
- পুঞ্জিভূত
- বিচ্ছিন্ন
- গোষ্ঠীবদ্ধ
21130. পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে?
- জলবসতি
- শীতল বসতি
- পানীয় বসতি
- আদ্র বসতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2113"