মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2121
21201. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়?
- নদীর পড়ে
- বদ্ধ জায়গায়
- রাস্তার পাশে
- খোলামেলা জায়গায়
21202. বাসগৃহগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন কারণ-
- সামাজিক বন্ধন
- অর্থনৈতিক কর্মকান্ড
- বিভিন্ন ধর্ম ও বর্ণ
A,B
21203. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে?
- গোয়ালঘর
- উঠান
- রান্নাঘর
- পথঘাট
21204. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?
- পাহাড়ী এলাকা
- বড় বড় এলাকা
- নিচু সমতলভূমি
- প্লাবন সমভূমি
21205. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে?
- জার্মানি
- পোল্যান্ড
- সুইডেন
- সবকয়টি
21206. মানব বসতি গড়ে ওঠে-
- অীভবাসনের জন্য
- প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগানোর জন্য
- প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য
A,C
21207. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
- দো-চালা 2. চৌ-চালা 3. উচ্চ অট্টালিকা
A,B
21208. নগর বসতির বৈশিষ্ট্য কি?
- কৃষি প্রধান
- উৎপাদক অঞ্চল
- প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
- ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
21209. হরপ্পা, মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত ছিল?
- সিন্ধু
- গঙ্গা
- নীল
- সবকয়টিই
21210. বনের গভীরতার সাথে বসতির সম্পর্ক কী?
- বন গভীর হলে বসতি গোষ্ঠীবদ্ধ হবে
- বন অগভীর হলে বসতি বিক্ষিপ্ত হবে
- বন অগভীর হলে বসতি ছড়ানো হবে
- বন যত গভীর হবে বসতি তত ছড়ানো হবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2121"