মানব-জীবনের-ধারাবাহিকা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 571
5701. মাহিন ও জাহিদ ক্লাসের ফাঁকে পুংজননতন্ত্রের বিভিন্ন অংশর ছবি দেখে চিহ্নিত করছিলো। মাহিন দুটি বিশেষ গ্রন্থি চিহ্নিত করলো যাদের প্রথমটি শক্ত চোঙকার ও অন্যটি মটর দানার মতো।মাহিনের উল্লেখিত প্রথন কোষটি দ্বারা নি:সৃত হরমোনের নাম কী?
- ইনহিবিন
- প্রোজেস্টেরন
- টেস্টোস্টেরন
- অ্যান্ড্রোজেন
5702. মাহিনের চিহ্নিত করা প্রথম অঙ্গটি-
- শুক্রাণূর pH নিয়ন্ত্রণ করে
- মূত্রের অম্লতা বিনাশ করে
- দুগ্ধবৎ অ্যালকানাইল ফসফোটেজ ক্ষরণ করে
A,C
5703. সেমিনাল ফ্লুইড তৈরি হয়-
- সেমিনাল ভেসিকলের ক্ষরণে
- প্রোস্টেট গ্রন্থির ক্ষরণে
- পিটুইটারি গ্রন্থির ক্ষরণে
A,B
5704. ডিম্বাণুর সাইটোপ্লাজমের নাম কী?
- জোনা পেলুসিডা
- করেনা রেডিয়েটা
- উওপ্লাজম
- প্রোটোপ্লাজম
5705. যৌন মিলনের ফলে ডিম্বপাতের পর-
- শুক্রাণু থেকে অ্যান্ড্রোগ্যামোন ক্ষরিত হয়
- ডিম্বাণু থেকে গাইনোগ্যামোন ক্ষরিত হয়
- ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিনের কারণে শুক্রাণু ও ডিম্বাণু আবদ্ধ হয়
A,B,C
5706. ফেলোপিয়ান নালির স্ফীত অংশ কোনটি?
- ইনফান্ডিবুলাম
- অ্যাম্পুলা
- ইসথমাস
- পেরিটোনিয়াম
5707. ব্লাস্টোমিয়ারের তরল পূর্ণ গহবর কোনটি?
- ব্লাস্টোমিয়ার
- ব্লাস্টোসিল
- ট্রফোব্লাস্ট
- জোনা পেলুসিডা
5708. ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ হলো –
- A1DS
- সিফিলিস
- গনোরিয়া
B,C
5709. নিচের কোনটি একলিঙ্গ প্রাণীর উদাহরণ?
- মানুষ
- গরু
- ছাগল
- সবগুলো
5710. শুক্রাণু উৎপন্নকারী অঙ্গকে বলা হয় –
- আনুষঙ্গিক জনন অঙ্গ
- মুখ্য জনন অঙ্গ
- ডিম্বাশয়
- ফেলোপিয়ান নালি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-জীবনের-ধারাবাহিকা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 571"