মানব-জীবনের-ধারাবাহিকা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 566
5651. অন্ডকোষের অস্বাভাবিকতায় কোন হরমোনের ভারসাম্যহীনতা দায়ী?
- লুটিনাইজিং
- স্টিমুলেটিং
- প্রোজেস্টেরন
- পিটুইটারি
5652. কয়দিন পর্যন্ত রজঃস্রাব চলে?
- ১-২ দিন
- ৪-৫ দিন
- ৮-৯ দিন
- ১৫-১৬ দিন
5653. ফলিকল কোষ হতে ক্ষরিত হরমোন কোনটি?
- ইস্ট্রোজেন
- প্রোজেস্টেরন
- গোনাডোট্রাফিক
- পিটুইটারি
5654. নারীদেহের কোন হরমোনের প্রভাবে পলিসিস্টিক ও ভারী সিন্ড্রোম দেখা যায়?
- প্রোজেস্টেরন
- অ্যান্ড্রোজেন
- এস্ট্রোজেন
- থাইরয়েড
5655. কুমারী নারীর যৌনিপথে যে পর্দা থাকে তার নাম কী?
- পেরিটোনিয়াম
- অর্ধভেদ্য পর্দা
- হাইমেন
- অ্যাম্পুলা
5656. স্ত্রী যৌন হরমোনগুলো হলো –
- টেস্টোস্টেরন
- ইস্ট্রোজেন
- প্রোজেস্টেরন
B,C
5657. পুরুষের প্রধান হরমোন কোনটি?
- এস্ট্রোজেন
- অ্যান্ড্রোজেন
- টেস্টোস্টেরন
- গোনাডোট্রাফিক
5658. মানুষের সঙ্ঘমে ক্ষরিত বীর্যের পরিমাণ কত?
- ১.৫-৪ মি.লি.
- ৭-৮ মি.লি.
- ১০-১২ মি.মি.
- ১৫-২০ মি.মি.
5659. শুক্রাশয়ের কোন কোষ থেকে যৌন হরমোন নি:সৃত হয়?
- ইন্টারস্টিশিয়াল কোষ
- সংবেদি কোষ
- লেডিগ কোষ
- সারটোলি কোষ
5660. শুক্রাশয়ের শীর্ষে ও পশ্চাতে কুন্ডলীকৃত কমা সদৃশ অঙ্গটির নাম কী?
- স্ক্রোটাম
- শুক্রনালি
- এপিডিডাইমিস
- মুত্রনালি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-জীবনের-ধারাবাহিকা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-9"