ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

বাংলাদেশ বন্যাকবলিত তথা দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর ভারিবর্ষণ কিংবা উজানে নেমে আসা পানি থেকে আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়। ২০১৭ সালে ঢাকা শহরে ভারি বর্ষণের ফলে জনসমুদ্রের ঢাকা শহর রূপান্তরিত হয়েছিল। প্রকৃত সমুদ্রের মতই মিনি কক্সবাজারে। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় কিংবা জলাবদ্ধতায় অনেক রোগ হয়ে থাকে। এটা যেহেতু দীর্ঘস্থায়ী প্রভাব নয়, তাই সুরক্ষা পেতে ছোট কিছু নিয়ম মানা জরুরী। নিচে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় করণীয় দেওয়া হল।

  1. আপনার শিশুকে পানিতে নামতে দিবেন না। পানির নাগাল থেকে যথা সম্ভব দূরে রাখুন।
  2. সাঁতার না জানলে নৌকায় /একা বাইরে যাবেন না। প্রয়োজনে আশ্রয় কেন্দ্র (FLOOD CENTRE) বা স্কুলে আশ্রয় নিনো।
  3. বাসায় শুকনা খাবার ও বিশুদ্ধ খাবার পানি,সওয়াতে রাখুন।
  4. প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি, নিত্য প্রয়োজনিয় অসুধ পানি বিশুদ্ধকারী ট্যাবলেট, সাথে রাখুন।
  5. টর্চ লাইট, মেছ, কেরোসিন এবং দা চুরি কাছে রাখুন।
  6. আপনার গবাদি পশু গৃহপালিত পাখি নিরাপদ উচু স্থানে সরিয়ে রাখুন।
  7. প্রতিবেশী তথা দূরের আত্মীয় সজন দেড় সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
  8. মোবাইল ও টর্চ নিয়মিত চার্জ পূর্ণ রাখুন।
  9. বৈদ্যুতিক ঝুঁকিপূর্ণও সংযোগ থেকে দূরে থাকুন।
  10. নৌকা বা কলা গাছের ভেলা কাছা কাছি রাখুন।
  11. ছাত্র ছাত্রীদের বৈ, খাতা, কুরান, কিতাব নিরাপদে রাখবেন।
  12. মুসল্লী ও রোজাদারদের যথা সম্ভব সহযোগিতা করুণ।
  13. বিত্তবান রা স্থানীয় বন্যা কবলিত জনগণকে সহায়তা করুণ।
  14. বিশুদ্ধ খাবার পানির সঙ্কট হলে প্রয়োজনে পর্যাপ্ত বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করুণ।

আরো দেখুন: 

বন্যায় সময় সুরক্ষিত ও সুস্থ থাকতে যেটি যা করণীয়

বন্যায় রোগসমুহ ও সুরক্ষা পেতে করণীয়

উত্তরাঞ্চলে বন্যার সর্বশেষ পরিস্থিতি ২০১৭

ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline