ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 33
321. ব্যাংক সমন্বয় বিবরণীর যে দফার জন্য আমানতকারীকে সমন্বয় দাখিলা দিতে হয়, তা হলো –
- বকেয়া চেকসমূহ
- ট্রানজিটে জমাসমূহ
- ব্যাংকের ভুলসমূহ
- ব্যাংক সার্ভিস চার্জ
322. ব্যাংক বিবরণী কে তৈরি করেন?
- আমানতকারী
- ঋণ গ্রহীতা
- বিনিয়োগকারী
- ব্যাংক কর্তৃপক্ষ
323. নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ –
- ইস্যুকৃত চেক অনুপস্থিত থাকা
- জমাকৃত চেক প্রত্যাখ্যাত হওয়া
- ক্যাশিয়ারের ভুল
A,B,C
324. প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় ব্যাংক মিলকরণ বিবরণীতে কী করা হয়?
- ব্যাংক বিবরণীতে প্রাপ্ত জেরের সাথে যোগ করা হয়
- নগদান বই অনুযায়ী প্রাপ্ত জের থেকে বিয়োগ করা হয়
- ব্যাংক বিবরণীতে প্রাপ্ত জের থেকে বিয়োগ করা হয়
- নগদান বই অনুযায়ী প্রাপ্ত জেরের সাথে যোগ করা হয়
325. নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণ কী?
- ইস্যুকৃত চেক উপস্থাপন না করা
- ব্যাংকে জমাকৃত চেক আদায় না হলে
- ব্যাংক সরাসরি বিনিয়োগের সুদ আদায় করলে
A,B,C
326. ব্যবসায়ের সব ধরনের হিসাবের জন্য যে খতিয়ান রাখা হয় সেটা হলো –
- দেনাদার খতিয়ান
- পাওনাদার খতিয়ান
- সাধারণ খতিয়ান
- কোনটিই নয়
327. সমন্বয়কারী বিবরণী প্রস্তুত করা হয় –
- একটি নির্দিষ্ট দিনের জন্য
- একটি নির্দিষ্ট তারিখের জন্য
- অনির্দিষ্ট সময়ের জন্য
- নির্দিষ্ট একটি মেয়াদের জন্য
328. ব্যাংক জমা দেয়া হলো ১০,০০০ টাকা। ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে-
- নগদান হিসাব ডেবিট আমানতকারী হিসাব ক্রেডিট
- আমানতকারী হিসাব ডেবিট নগদান ক্রেডিট
- নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
329. ব্যাংক মিলকরণ বিবরণীতে ট্রানজিটে জমা চেকসমূহ কী করা হয়?
- ব্যাংক বিবরণীতে প্রাপ্ত জেরের সাথে যোগ করা হয়
- ব্যাংক বিবরণীতে প্রাপ্ত জেরের সাথে বিয়োগ করা হয়
- আমানতকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত জেরর সাথে যোগ করা হয়
- ব্যাংক বিবরণীতে ব্যাংক জমাতিরিক্তের সাথে যোগ করা হয়
330. ব্যাংকের অন্যতম কার্যাবলি হচ্ছে –
- বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা
- পণ্য বিক্রয় করা
- সেবা প্রদান করা
- প্রাপ্য বিল বাট্টা করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-সমন্বয়-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 33"