ব্যাংক-ও-গ্রাহক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1692
16911. গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয়, তখন ব্যাংক ক?
- ডেটর
- ক্রেডিটর
- সমন্বয়কারী
- পাওনাদার
16912. মক্কেল তার হিসাবের সমুদায় জের অন্য ব্যক্তির হিসাব স্থানান্তরের ফলে মক্কেলের হিসাব কী হবে?
- স্বাভাবিক থাকবে
- বন্ধ হয়ে যাবে
- সাময়িক বন্ধ হয়ে যাবে
- গারনিশি অর্ডার জারি হবে
16913. কোন ব্যবসায় ব্যাংক ও গ্রাহকের আস্থা মূলভিত্তি হিসেবে বিবেচিত হয়?
- ব্যাংকিং ব্যবসায়
- যৌথ মূলধনি ব্যব্সায়
- সমবায় ব্যবসায়
- অনলাইন ব্যবসায়
16914. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ব্যাংক হিসাবের সমাপ্তি ঘটে কেন?
- নিয়মিত ব্যাংকে যেতে পারবেন না বলে
- আইনগত ভাবে চুক্তি সম্পাদনের অধিকার নেই বলে
- দেখাশুনার জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে হয় বলে
- সামাজিকভাবে একঘরে থাকে বলে
16915. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী?
- হিসাবের গোপনীয়তা রক্ষা
- সামাজিক সম্পর্ক দৃঢ়করণ
- ব্যাংক ও গ্রাহকের আস্থা
- সুদের আদান-প্রদান করা
16916. ব্যাংক ও গ্রাহকের ম্যকার অছির সমপর্কে কোনটি?
- মুনাফাভিত্তিক
- আইনগত
- প্রতিনিধির
- অংশীদারিত্বের
16917. কোন পসিস্থিতিতে ব্যাংক নিজেেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
- গ্রাহক সততার নীতি মেনে না চললে
- ভুল বোঝাবুঝির কারণে
- গারনিশি অর্ডার জারি করলে
- হিসাবের পূর্ণ জের স্থানান্তর করলে
16918. কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ কী?
- মূল্যস্তর স্থিতিশূল রাখা
- ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
- নোট ও মুদ্রা প্রচলন
- ঋণ নিয়ন্ত্রণ
16919. চেকের সুবিধা নয় কোনটি?
- ব্যাংক চার্জ
- নিরাপত্তা
- সহজ বিনিময় মাধ্যম
- প্রামাণ্য দলিল
16920. ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার সম্পর্কের পরিসমাপ্তি ঘটে-
- ব্যাংক ও মক্কেলের নিজস্ব সিদ্ধান্তে
- যুদ্ধজনিত কারণে শত্রুতায়
- গারনিশি সিক্রেট অর্ডার জারি হলে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংক-ও-গ্রাহক - এসএসসি-finance-banking-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1692"