ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1804
18031. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে?
- নিজস্ব তহবিলের মাধ্যমে
- কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
- বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে
- জনগণের সঞ্চয়কৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
18032. বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তক কোন ব্যাংক?
18033. “অল্প ব্যয়ে অধিক কাজ” ব্যাংকের কোন ধরনের নীতি?
- উন্নয়নের নীতি
- মিতব্যয়িতার নীতি
- সাবধানতার নীতি
- সচ্ছলতার নীতি
18034. ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার যে দিকসমূহ বিবেচনা করে তাহলো-
- সততা
- পর্যাপ্ত জামানত
- আর্থিক স্বচ্ছলতা
A,B,C
18035. কোনটি বাংলাদেশে যৌথ মালিকানাধীন ব্যাংক?
- যমুনা ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- কৃষি উন্নয়ন ব্যাংক
- কমার্স ব্যাংক লি.
18036. বাংলাদেশের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে?
- সোনালী ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- রূপালী ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক
18037. কোন নীতির ব্যর্থতার কারণে মক্কেলের আস্থা বিনষ্ট হয়?
- গোপনীয়তার নীতি
- কর্মদক্ষতার নীতি
- ঋণদানের নীতি
- প্রচারের নীতি
18038. গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় যাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করা হয় তাদের কী বলে?
- লিমিটেড কোম্পানি
- হোল্ডিং কোম্পানি
- সাবসিডিয়ারি কোম্পানি
- স্বায়ত্তশাসিত কোম্পানি
18039. শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কেন?
- শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টির লক্ষ্যে
- শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে
- শ্রমিকদের ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
A,B
18040. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল-
- নোট ও মুদ্র প্রচলন
- তহবিল বিনিয়োগ
- কর্মসংস্থান
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1804"