ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1800
17991. কীভাবে ব্যাংকের প্রসার সম্ভব্য?
- উপযুক্ত প্রচারের মাধ্যমে
- বোগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে
- কৌশলী ও কৌতূহল প্রচারের মাধ্যমে
A,B
17992. কিসের মাধ্যমে ব্যাংক সুনাম বৃদ্ধি করতে পারে ?
- অর্থের নিরাপত্তা বিধান করে
- লাভজনক বিনিয়োগ করে
- জনগণের আস্থা অর্জন করে
- উপদেশ ও পরামর্শ দান করে
17993. প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য কোন নীতি প্রয়োজন?
- প্রচার নীতি
- উন্নয়নের নীতি
- দক্ষতার নীতি
- সেবার নীতি
17994. মহিলাদের জন্যে বিশেষ এ ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?
- কাঠামোভিত্তিক
- মালিকানাভিত্তিক
- নিয়ন্ত্রণভিত্তিক
- বিশেষ মক্কেল ভিত্তিক
17995. সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত?
- প্রায় ৫ %
- প্রায় ৭ %
- প্রায় ৯ %
- প্রায় ১৩ %
17996. নিচের কোনটি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- মূলধন সরবরাহ
- প্রত্যয়পত্র ইস্যু
- অর্থস্থানান্তর
- দেনা-পাওনা নিষ্পত্তি
17997. বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া যায়-
- বাজারে চাহিদার মাধ্যমে
- বাজারে সরবরাহের মাধ্যমে
- বাজারে গুদামজাতকরণের মাধ্যমে
A,B
17998. বাংলাদেশে কোন ব্যাংক অপ্রচলিত?
- একক ব্যাংক
- শাখা ব্যাংক
- গ্রুপ ব্যাংক
- চেইন ব্যাংক
17999. ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো-
- মুদ্রর সঞ্চালন বৃদ্ধি
- সেবা প্রুদান ও সম্পর্কের উন্নয়ন
- বিনিয়োগ ও ব্যবসায়ের উন্নয়ন ঘটে
B,C
18000. রাজশাহীর কোনো অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
- দেশি ব্যাংক
- ভোক্তাদের ব্যাংক
- জাতীয় ব্যাংক
- আঞ্চলিক ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1800"