ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1354
13531. কে মূলধন সরবরাহ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায় পরিকল্পনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে?
- ঋণদাতা
- বিনিয়োগকারী
- আয়কর কর্তৃপক্ষ
A,B
13532. ব্যবসায়ীর নিকট দিক নির্দেশনার দলিল হিসেবে কাজ করে কোনটি?
- পরিকল্পনা
- সংগঠন
- কর্মসংস্থান
- নিয়ন্ত্রণ
13533. ব্যবসায়ের লক্ষ্য হওয়া উচিত-
- সুনির্দিষ্ট
- অনির্দিষ্ট
- পরিকল্পিত
A,C
13534. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে কয়টি বিষয়ের প্রতি প্রাধান্য দেয়া হয়?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
13535. শিল্পনীতিতে কর অবকাশ সুবিধা প্রদান করায় জনাব হাসান রংপুরে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তার এ সিদ্ধান্ত কোন পরিবেশের সাথে জড়িত?
- সাংস্কৃতিক পরিবেশ
- প্রাকৃতিক পরিবেশ
- রাজনৈতিক পরিবেশ
- আইনগত পরিবেশ
13536. কোনটি ব্যবসায়ীকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করে?
- মূলধন
- প্রকল্পনা
- ভোক্তার আয়
- পণ্যের চাহিদা
13537. প্রকল্পের বাণিজ্যিক দিক বিশ্লেষণ করা হয় কোন পর্যায়ে?
- প্রকল্প চিহ্নিতকরণ
- প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
- প্রকল্প প্রণয়ন
- প্রকল্প মূল্যায়ন
13538. ব্যবসায় পরিকল্পনার মধ্যে থাকতে হবে-
- ব্যবসায়ের প্রকৃতি কী হবে
- ব্যবসায়ের প্রাথমিক অর্থসংস্থান কীভাবে হবে
- ব্যবসায়ের প্রাথমিক লাভ কত হবে
A,B,C
13539. কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচায় করা যায়?
- প্রযুক্তি ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
- বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে
- বাজারজাতকরণের দিক থেকে
- আর্থিক দিক থেকে
13540. জাতীয় আর্ন সম্পর্কে তথ্য প্রকাশ করে-
- পরিসংখ্যান ব্যুরো
- বাংলাদেশ ব্যাংক
- শিল্প ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1354"