ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1362
13611. মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কোনটি?
- পণ্যের চাহিদা
- কারিগরি দিক
- জনসংখ্যা বিষয়ক
- জীবন নির্বাহের খরচ
13612. নতুন প্রকল্প ধারণার উৎস কোনটি?
- অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন
- গবেষণা মূলক প্রতিবেদন
- বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা
A,B,C
13613. নিহাল ও তার পাঁচ বন্ধু মিলে খুলনা বাণিজ্য মেলায় একটি দোকান দিল। দোকানে যখন যে বসত নিজেদের ইচ্ছামত খরচ করত। মেলা শেষে দেখা গেল তাদের তেমন কোন সাফল্য আসে নি। কোন কারণে তাদের সাফল্য আসে নি?
- সুষ্ঠু পরিকল্পনার অভাবে
- সুষ্ঠু তদারকির অভাব
- কর্মচারীদের অবহেলায়
- নিজেদের অসচেতনতায়
13614. ভোক্তাদের জীবনযাত্রা মানের কথা চিন্তা করে যদি ‘মিনি কোম্পানি’ বিভিন্ন সাইজের শ্যাম্পুর প্যাকেট বিপণ্ন করে। এর কারণ কী?
- চাহিদা বাড়ানোর জন্যে
- ক্রয় সীমার মধ্যে রাখার জন্যে
- উন্নত মানের জন্যে
- উৎপাদন খরচ কমানোর জন্যে
13615. ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে তা জানা যায় কীসের মাধ্যমে?
- প্রেষণা
- নিয়ন্ত্রণ
- নির্দেশনা
- পরিকল্পনা
13616. উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত উপাদানগুলো হলো-
- জনসংখ্যা
- অর্থনৈতিক
- রাজনৈতিক
A,B,C
13617. ব্যবসায়ের অভ্যন্তরীণ কাজ মূল্যায়নের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
- চুক্তিপত্র
- ঋণপত্র
- কার্যপত্র
- পরিকল্পনা
13618. মি. হায়দার একজন উদ্যোক্তা। তার মধ্যে কিছু প্রকল্প ধারণা সৃষ্টি হয়েছে। তার প্রকল্প ধারণা উৎস হতে পারে-
- নিজের কল্পনা
- অর্থনৈতিক ও শিল্প জরিপ রিপোর্ট
- গবেষণামূলক পুস্তক
A,B,C
13619. যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
- প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়
- সামগ্রিক লক্ষ্য অর্জন করা যায়
- প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করে
A,B
13620. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?
- চূড়ান্ত হিসাব
- রেওয়ামিল
- জাবেদা
- নগদান প্রবাহ বিবরণী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1362"