ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1291
12901. একটি নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন-
- সাধারণ জ্ঞান
- শিক্ষাগত যোগ্যতা
- অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
A,C
12902. যেকোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাথমিক ঝুঁকি ও দায়দায়িত্ব কে বহন করে?
- শিল্পপতি
- বেকার যুবক-যুবতী
- সরকার
- উদ্যোক্তা
12903. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
- ২০ ভাগ
- ৩০ ভাগ
- ৪০ ভাগ
- ৫০ ভাগ
12904. চামড়াজাত দ্রব্যাদির উৎপাদন ও বিক্রয় করা কী?
- উদ্যোগ
- শিল্প উদ্যোগ
- ব্যবসায় উদ্যোগ
- সমাজসেবার উদ্যোগ
12905. উদ্যোক্তার কীসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন?
- একাগ্রতার মাধ্যমে
- বিচার-বিশ্লেষণের মাধ্যমে
- নমনীয়তার মাধ্যমে
- চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে
12906. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে-
- উদ্যোগ ও উদ্যোক্তা
- ব্যবসায় উদ্যোগ
- অর্থ
- কৃষি
12907. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝানো হয়েছে?
- ঝুঁকিপূর্ণ কাজ
- কিন্তু সাফল্য অনিশ্চিতনামমাত্র ঝুঁকি
- কিন্তু সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজএমন কাজ যাতে ঝুঁকি ও সাফল্য সমান
- কোন ঝুঁকি নেই কিন্তু সাফল্য নিশ্চিত
12908. নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে-
- বেকার সমস্যা দূর হয়
- শিল্প সম্প্রসারণ হয়
- জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
A,B,C
12909. আশানুরূপ মুনাফা থেকে বাস্তবে কম মুনাফা অর্জিত হলে এটি কী ধরণের ঝুঁকির শামিল?
- আর্থিক
- অনার্থিক
- বাবশায়িক
- ফটকা
12910. ক্রিকেট খেলা আয়োজন করা কী?
- উদ্যোগ
- শিল্প উদ্যোগ
- ব্যবসায় উদ্যোগ
- সমাজসেবার উদ্যোগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1291"