ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1290
12891. উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
- ব্যক্তিগত নৈপূণ্যের দ্বারা
- জন্মগতভাবেশিক্ষা
- প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেউদ্যমহীন ব্যক্তিকে অনুপ্রাণিত করে
12892. উদ্যোক্তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলে কীসের মাধ্যমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হন?
- শিক্ষাগত যোগ্যতার কারণে
- পরিবেশগত কারণে
- দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের কারণে
- প্রশিক্ষণের কারণে
12893. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে?
- মূলধন গঠন
- প্রাকৃতিক সম্পদ হ্রাস
- ঝুঁকি হ্রাস
- ব্যক্তির আর্থিক ব্যয়
12894. উদ্যোক্তাগণ- উদ্যোক্তা, উল্লিখিত শূণ্যস্থানে কী বসবে?
- পরিবেশগত
- জন্মগতভাবে
- কৃত্রিমভাবে
- অর্থনৈতিকভাবে
12895. ব্যবসায় পরিচালনার জন্যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা হলো-
- বিদ্যুৎ ব্যবস্থা
- গ্যাসের ব্যবস্থা
- যাতায়াত ব্যবস্থা
A,B,C
12896. একজন উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে-
- ব্যর্থতায় বিব্রত হয়ে পড়েন
- ব্যর্থতার কারণ খুঁজেন এবং দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন
- ব্যর্থতার কারণ খুঁজতে থাকেন
12897. বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
- অলসতা
- চাকরির সহজলভ্যতা
- সরকারের কঠোর মনোভাব
- প্রচলিত শিক্ষাব্যবস্থা
12898. বাংলদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন-
- হেনরি ফোর্ড
- এল. এলেন
- কনোকে ম্যাটসুসিটা
- স্যামসন এইচ চৌধুরী
12899. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
- জনকল্যাণ
- মুনাফা অর্জন
- ব্যবসায় সম্প্রসারণ
- ভবিষ্যৎ পরিকল্পনা
12900. জনাব রহমান মুদির দোকানি থেকে xyz গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে-
- দৃঢ় মনোবল
- কঠোর পরিশ্রম
- উচ্চ পর্যায়ের যোগাযোগ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1290"