ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1287
12861. যেকোন পরিকল্পনাকে ব্যর্থতার পর্যবসিত করতে পারে-
- মাত্রাতিরিক্ত ঝুঁকি
- অতি আত্মবিশ্বাস
- অধিক পরামর্শ গ্রহণ
A,B
12862. বাংলাদেশের উদ্যোক্তারা হলেন-
- জহুরুল ইসলাম
- রণদা প্রসাদ সাহা
- স্যামসন এইচ চৌধুরী
A,B,C
12863. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিদ্ধান্ত হলো-
- কর মওকুফ
- বিনা সুদে মূলধন সরবরাহ
- স্বল্প মূল্যে শ্রমিক সরবরাহ
A,B
12864. কোনটি উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ কার্যক্রমের অন্তর্ভূক্ত নয়?
- উদ্যোগের প্রকল্প চিহ্নিতকরণ
- পূর্ব প্রস্তুতিমূলক জ্ঞান অর্জন ও তথ্য সংগ্রহ
- আরাম-আয়েশের ব্যবস্থা করা
- প্রয়োজনীয় মূলধনের সংস্থান
12865. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝ?
- ব্যবসার প্রতি আগ্রহ
- ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন
- ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম
- ব্যবসায় পরিচালনা
12866. নিচের কোনটি উদ্যোক্তার গুণ নয়?
- উদ্যম
- সাহস
- উদ্ভাবনী শক্তি
- অভিযোজন ক্ষমতা
12867. মি. মহসিন ফলের ব্যবসায়ী। লাভ কম হলেও তিনি তার ফলে ফরমালিন মেশান না। তার মধ্যে সামাজিক পরিবেশের কোন দিকটি ফুটে ওঠেছে?
- সফলতার
- দায়বদ্ধতার
- নেতৃত্বের
- জনপ্রিয়তার
12868. বর্তমান সময়ে উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
- ব্যক্তিগত নৈপুন্য দ্বারা
- জন্মগতভাবেশিক্ষা
- প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমেসদিচ্ছার দ্বারা
12869. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
- পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
- ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
- ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
- অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
12870. কীভাবে পরনির্ভরশীলতা হ্রাস পায়?
- ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
- বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে
- পুঁজি বিনিয়োগের মাধ্যমে
- প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1287"