ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1298
12971. পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়-
- মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে
- অতি আত্মবিশ্বাসের কারণে
- মানসিক সমস্যার কারণে
A,B,C
12972. কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
- উদ্যোগ
- ব্যবসায় উদ্যোগ
- যৌথ উদ্যোগ
- একক উদ্যোগ
12973. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায় হলো-
- প্রচার-প্রচারণা
- কারিগরি শিক্ষা
- বিনিয়োগ পরামর্শ প্রদান
A,B,C
12974. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
- প্রতিকূল
- সকল ক্ষেত্রে প্রতিকূল না
- অনুকূল
- সকল ক্ষেত্রে অনুকূল না
12975. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন-
- ভুল পণ্য নির্বাচন
- সঠিক পরিকল্পনার অভাব
- উচ্চ শিক্ষার অভাব
A,B
12976. ইশতা আক্তার তার ব্যবসায়ের আর্ন থেকে-
- পরিবারকে সহায়তা করেন
- নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন
- পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন
A,B,C
12977. যে কোন ধরণের পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- শিল্প
- কৃষি
- ব্যবসা-বাণিজ্য
- সেবা
12978. যে গুণগুলো উদ্যেক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণতা হল-
- মুনাফার প্রতি আকর্ষণ
- ঝুঁকি গ্রহণের মানসিকতা
- আত্মবিশ্বাস
A,B,C
12979. নিচের কোনটি বংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
- সুষ্ঠু পরিকল্পনার অভাব
- চাকরির প্রতি আগ্রহীনতা
- প্রচার-প্রচারণার অভাব
- কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
12980. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
- উদ্যোক্তার
- সংগঠনের
- ব্যবসায় পরিকল্পনার
- মালিকের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1298"