ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1340
13391. কোন বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন?
- দাঙ্গা বিমা
- জীবন বিমা
- অগ্নি বীমা
- বিশ্বস্ততা বিমা
13392. পরিবারের কর্তার জীবন বিমা করা থাকলে তার অকাল মৃত্যুতে কে ক্ষতিপূরণ পাবে?
- তার স্ত্রী
- তার সন্তানেরা
- তার মনোনীত ব্যক্তি
- তার পিতা
13393. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ উল্রেখ করতে হয়-
- একমালিকানা ব্যবসায়ে
- অংশীদারি ব্যবসায়ে
- সমবায় ব্যবসায়ে
13394. একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়-
- পৌর এলাকার ভিতর হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে
- পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসনের কাছ থেকে
- পৌর এলাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে
A,B
13395. ব্যবসায় উদ্যোক্তাদের বুদ্ধিভিত্তিক সম্পদ হল-
- কপিরাইট
- পেটেন্ট
- ট্রেডমার্ক
A,B,C
13396. যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বিমা কোন বিমার অন্তর্ভুক্ত?
- জাহাজ বিমা
- নৌ বিমা
- দুর্ঘটনা বিমা
- শস্য বিমা
13397. বিমা (Insurance)- এর উদ্ভব হয়েছে-
- দূর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে
- দূর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে
- আর্থিক নিরাপত্তার লক্ষ্যে
A,C
13398. প্রতীক/ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়?
- স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে
- নিবন্ধকের কাছে বিচার চেয়ে
- আদালতে মামলা করে
- রেজিস্টারের কাছে বিচার চেয়ে
13399. নিবন্ধনের প্রমাণস্বরূপ, নিবন্ধক প্রদান করেন-
- সদস্য পত্র
- চাহিদা পত্র
- সরবরাহ পত্র
- অনুমতি পত্র
13400. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
- পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
- জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
- বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1340"