ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1348
13471. পৌর এলাকার ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
- ইউনিয়ন পরিষদ
- পৌর কর্তৃপক্ষ
- উপজেলা প্রশাসন
- জেলা প্রশাসন
13472. বিমার কয়টি পক্ষ থাকে?
- দুই
- তিন
- চার
- পাঁচ
13473. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কীসের প্রয়োজন?
- পণ্যের প্রতীক নিবন্ধন
- পণ্য নিবন্ধন
- পণ্যের মান নিবন্ধন
- উৎপাদন প্রতিষ্ঠান নিবন্ধন
13474. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নবায়ন করা যায় কীভাবে?
- পুনঃপুন নবায়নের মাধ্যমে অনির্দিষ্ট কাল পর্যন্ত
- ৭ বছরের জন্যে
- শুধুমাত্র ১০ বছরের জন্যে
- ১৭ বছরের জন্যে
13475. পণ্যের মান নিশ্চিতকরণের কোন প্রতিষ্ঠানের?
- বিএসটিআই
- বেসিক
- বিসিক
- বিটাক
13476. উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়?
- ১৯০০ সালে
- ১৯১০ সালে
- ১৯৩০ সালে
- ১৯৪০ সালে
13477. জীবন বিমার অর্থ ফেরত দেয়া হয়-
- নির্দিষ্ট সময় পর
- বিমাগ্রহীতার চাহিদা অনুসারে
- বিমাগ্রহীতার মৃত্যুতে
A,C
13478. বর্তমানে বাংলাদেশে কত সালের আইন চালু রয়েছে?
- 2004
- 2008
- 2013
- 2011
13479. অগ্নিকান্ড, জাহাজ ডুবি, মূল্যহ্রাস বা অন্য কোন দুর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়?
- চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয়
- বিমা চুক্তি শুরু হয়
- ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়
- মুদ্রাস্ফীতি রোধ হয়
13480. ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে-
- ফ্রানসাইজিং ফ্রানসাইজারের গ্রহণযোগ্য পণ্য বিক্রয় করবে
- ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে
- ফ্রানসাইজিং অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1348"