ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1346
13451. মি. মনিরের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সচল রাখতে কোন পদক্ষেপটি প্রয়োজন?
- পুনঃরেজিস্ট্রেশনের আবেদন
- মেয়াদ শেষ হওয়ার পূর্বে মেয়াদ বাড়ানোর আবেদন
- মেয়াদ শেষের সাথে সাথে মেয়াদ বাড়ানোর আবেদন
- মেয়াদ উত্তীর্ণের ১ বছর পর নবায়নের আবেদন
13452. একজন ব্যবসায়ীর জন্যে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
- প্রমিতকরণ
- বিজ্ঞাপন
- ঝুঁকি নিরূপণ
- মোড়কিকরণ
13453. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
- অর্থ
- শিল্প
- সংস্থাপন
- আইন
13454. মি. জামান ভারতে চামড়া রপ্তানির জন্যে ১৫,০০০ টাকা প্রিমিয়ামের মাধ্যমে একটি নৌ বিমা চুক্তি করেন। মি. জামান সমুদ্রপথে কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই ভারতে পণ্য প্রেরনে সক্ষম হন। এক্ষেত্র কোনটি ঘটবে?
- সুদসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
- শুধুমাত্র প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
- কোনো অর্থ ফেরত পাবেন না
- বিমাকারী নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
13455. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কত বছরের জন্য নবায়ন করা যায়?
- ২ বছর
- ৫ বছর
- ১০ বছর
- ১২ বছর
13456. একমালিকানা ব্যবসায়ের নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করতে হয়-
- পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
- নিবন্ধকের নিকট থেকে
- জেলা প্রশাসকের নিকট থেকে
A,C
13457. পণ্য বাজারজাতকরণের জনপ্রিয় উপায়ের নাম কী?
- কপিরাইট চুক্তি
- পেটেন্ট চুক্তি
- ট্রেডমার্ক চুক্তি
- ফ্রানসাইজিং চুক্তি
13458. বিমা এক প্রকার কী?
- ব্যবসায়
- চুক্তি
- ঝুঁকি
- দলিল
13459. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়-
- গল্প নাটক প্রবন্ধ
- কবিতা জাতীয় সাহিত্য কর্ম
- চিত্রকর্ম
A,B,C
13460. নিচের কোনটি প্রতীকের অন্তর্ভুক্ত নয়?
- মোড়ক
- ডিভাইস
- শিরোনাম
- লেবেল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1346"