ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 261
2601. পেটেন্ট অনুপ্রাণিত করে –
- প্রকৃত আবিষ্কারককে
- নতুন উদ্ভাবনের জন্য
- মুনাফা বৃদ্ধি করার জন্য
A,B
2602. কপিরাইন আইন বাংলাদেশে কখন প্রণীত হয়?
- ২০০০ সালে
- ২০০১ সালে
- ২০০৫ সালে
- ২০১০ সালে
2603. শিল্প কারখানার নিকটে নিজস্ব জলাশয় থাকলে সেখানকার পানিকে কীভাবে পুনঃপুন ব্যবহার করা সম্ভব?
- পানি উত্তপ্ত করে
- উত্তপ্ত পানি ঠান্ডা করে
- ঠান্ডা পানি উত্তপ্ত করে
- পানিকে ফিল্টার করে
2604. কোনটি কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে?
- রেজিস্ট্রার অব কোম্পানি
- রেজিস্ট্রার অব স্টক কোম্পানি
- রেজিস্ট্রার অব জয়েন্ট কোম্পানি
- রেজিস্ট্রার অব বাংলাদেশ জয়েন্ট কোম্পানি
2605. কোনো বই কপিরাইট করতে চাইলে যে শর্তগুলো পালন করতে হবে তা হলো –
- বইটি বাংলাদেশে প্রকাশিত হতে হবে
- বইটিতে লেখক ছদ্মনাম ব্যবহার করতে পারবে না
- লেখককে বাংলাদেশের নাগরিক হতে হবে
A,C
2606. বিমা কীভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে?
- দেশে স্থিতিশীলতা বজায় রেখে
- বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন করে
- আমদানি রপ্তানি করে
- নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা করে
2607. অগ্নিজনিত কারণে সম্পত্তির ক্ষতিপূরণ করে কোন বিমা?
- সম্পত্তি বিমা
- অগ্নি বিমা
- নৌ বিমা
- যানবাহন বিমা
2608. ট্রেডমার্ক – এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
- অন্য পণ্যের সাথে তুলনা
- পণ্যের স্বাতন্ত্রর্য
- পণ্য উন্নয়ন
- পণ্য বাজারজাতকরণ
2609. আইনানুযায়ী পেটেন্ট কী রূপ?
- নবায়নযোগ্য
- নবায়নযোগ্য নয়
- ক্ষেত্রবিশেষে নবায়নযোগ্য
- ক্ষেত্রবিশেষে নবায়নযোগ্য নয়
2610. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণের আগে নবায়নের আবেদন করলে কত বছরের জন্য নবায়ন করা যায়?
- ৭ বছর
- ৮ বছর
- ৯ বছর
- ১০ বছর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 261"