“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
কর্ম-অনুশীলন ১। বর্ষার ঋতুতে প্রকৃতি যে নব সাজে সজ্জিত হয়- তার বিবরণ দাও। বহুনির্বাচনি প্রশ্ন ১। কবি বিদক্ষৎকে কার সঙ্গে তুলনা করেছেন ?
ক. কন্যার খ. পরি গ. আলোর ঘ. বৃষ্টির
২। রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ আসমান’ – এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে ?
ক. বুভুক্ষ মাঠের চিত্র খ. বর্ষায় বাংলার প্রকৃতি গ. বৃষ্টিহীন মাঠের রপ ঘ. প্রকৃতির বৈরিতা ক্ত। ‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’ – এ বক্তবে্যর বিপরীত ভাব রয়েছে যে
বাক্যে-
র. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় II. রᠦѠưদধ-দগ্ধ ধানক্ষেত আজ তার স্র্পূশ পেতে চায় III. দররর-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়। নিচের কোনটি সঠিক ?
ক. র খ. II গ. ররРও II ঘ. রর ও Iরর ৪ᠦѠưরএরপ বৈপরীতে্যর কারণ কী ?
ক. বর্ষণহীনতা খ. বর্ষণের আকাক্সক্ষা গ. মেঘের তীবধতা ঘ. জলের প্রত্যাশা সৃজনশীল
কেউবা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দীঘল সতায় মায়াবী আস্তর টানি। আজিকে বাহিরে শুধু ক্ষন্দন ছলছল জলধারে বেণু-বনে বায়ু নীড়ে এলোকেশ, মন যেন চায় কারে।
ক. ‘বৃষ্টি’ কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ রয়েছে ? খ. রৌদধ-দগ্ধ ধানক্ষেত আজ বৃষ্টির স্র্পূশ পেতে চায় কেন ? গ. ‘বেণু-বনে বায়ু নীড়ে এলোকেশ, মন যেন চায় কারে।’ – উদ্দীপকের এ বক্তবে্যর সাথে
‘বৃষ্টি’ কবিতার সাদৃশে্যর দিকটি তুলে ধর। ঘ. উদ্দীপকটি ‘বৃষ্টি’ কবিতার একটা বিশেষ ভাব পধকাশ করে মাত্র, সমগ্র ভাব নয় – তোমার
উত্তরের সপক্ষে যুক্তি দাও।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "বৃষ্টি - কর্ম-অনুশীলন"