(BCS প্রিলিমিনারিতে “বাংলা সাহিত্যের যুগ” থেকে ১৫ নম্বর থাকবে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায় থেকে প্রশ্ন থাকে)
বাংলা সাহিত্যের যুগ তিনটি ভাগে বিভক্ত:
১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)
২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)
৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)
*অন্ধকার যুগঃ ১২০১-১৩৫০ খ্রী।
*আধুনিক বাংলা ভাষার পরিধি শুরু হয়েছে—–১৮০১ সাল থেকে।
প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০,
বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,
রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০,
রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭
বাংলাদেশঃ ১৯৪৭-বর্তমান
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।