bcs computer basic 

 

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৭

বিসিএস কম্পিউটার বেসিক |  861. File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে ?

  1. ডায়ালগ বক্সে
  2. মেনু বারে
  3. টাইটেল বারে
  4. স্ট্যাটাস বারে

862. ডেক্সটপের একেবারে উপরের অংশে যে বার থাকে তাকে বলে-

  1. মেনু বার
  2. স্ক্রোল বার
  3. টাস্ক বার
  4. টাইটেল বার

863. সব ডায়ালগ বক্সে কোন বোতাম থাকেনা ?

  1. OK
  2. Cancel
  3. Close
  4. Apply

864. উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয় ?

  1. ১৯৭৫ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৯০ সালে

865. উইন্ডোজ এনটি ৫.০ কি নামে পরিচিত ?

  1. উইন্ডোজ ৯৫
  2. উইন্ডোজ ৯৮
  3. উইন্ডোজ ২০০০
  4. উইন্ডোজ ২০০৫

866. উইন্ডোজ ৯৮ কোন ধরনের সফটওয়্যার ?

  1. অপারেটিং সিস্টেম
  2. প্যাকেজ সিস্টেম
  3. ডাটাবেজ প্রোগ্রাম
  4. অনুবাদ প্রোগ্রাম

867. Windows 98 কোন ধরনের সফটওয়্যার ?

  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. প্যাকেজ সফটওয়্যার
  3. ডাটাবেজ সফটওয়্যার
  4. সিস্টেম সফটওয়্যার

868. ফক্স-প্রো একটি-

  1. স্প্রেডসিট প্রোগ্রাম
  2. গ্রাফিক্স প্রোগ্রাম
  3. গেমিং সফটওয়্যার
  4. ডাটাবেজ প্রোগ্রাম

869. আদমশুমারি , ভোটার তালিকা , ভূমি জরিপ ইত্যাদি কার্যে বিপুল পরিমান তথ্য ব্যবস্থাপনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় ?

  1. স্প্রেডসিট প্রোগ্রাম
  2. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  3. গেমিং সফটওয়্যার
  4. ডাটাবেজ প্রোগ্রাম

870. মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত স্প্রেডসিট প্রোগ্রাম হল –

  1. এক্সেল
  2. এম. এস.ডস
  3. ম্যাকওএস
  4. লোটাস ১-২-৩

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com/

 

আরো পড়ুন:

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৮

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৯

বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯০

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline