📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিদেশী বিজ্ঞানীদের নয়, বাংলাদেশী বিজ্ঞানীদেরকে জানুন !

বাংলাদেশী বিজ্ঞানীদেরকে জানুন : বিদেশী বিজ্ঞানীদের নয়

“১। ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক – কাজি
আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। বাড়ি খুলনার ফুলতলী।
২। প্রফুল্ল চন্দ্র রায় (১৮৬১-১৯৪৪) – রসায়নবিদ,
মারকুরিয়াস নাইট্রাইটের আবিষ্কারক। বাড়ি খুলনা।
৩। জগদীশ চন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭) – বেতার বা রেডিওর আসল আবিষ্কারক, গাছের প্রাণের ব্যাপারে বড় বড় সব আবিষ্কার করেছেন, বাড়ি মুন্সিগঞ্জের
বিক্রমপুর।
৪। প্রশান্ত চন্দ্র মহলানবিশ (১৮৯৩-১৯৭২) – পরিসংখ্যানে বহুল ব্যবহৃত মহলানবিশ ডিসট্যান্সের আবিষ্কারক, ইন্ডিয়ান ইন্স্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্সএর প্রতিষ্ঠাতা, বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
৫। জামাল নজরুল ইসলাম (১৯৩৯-২০১৩), এস্ট্রোফিজিসিস্ট, বাড়ি ঝিনাইদহ।
৬। মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬), পদার্থবিজ্ঞানেরথার্মাল আয়নাইজেশনের সাহা ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি ঢাকার শেওড়াতলী।
৭। অমল কুমার রায়চৌধুরী (১৯২৩-২০০৫), পদার্থবিজ্ঞানেরআপেক্ষিক তত্ত্ব ও কসমোলজিতে
বহুল ব্যবহৃত রায়চৌধুরী ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি বরিশাল।
৮। মোহাম্মদ আতাউল করিম (১৯৫৩-), অপটিকাল
ফিজিক্সের সেরা ৫০ জন বিজ্ঞানীর একজন, বাড়ি
সিলেট।
৯। সত্যেন্দ্রনাথ বসু (১৮৯৪-১৯৭৪), পদার্থবিজ্ঞানের
বর্তমানে বহুল আলোচিত বোসন কণিকার নাম তাঁর
নামানুসারে, তিনি আইনস্টাইনের সাথে মিলে বোস-
আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সতত্ত্বের প্রণেতা। বাড়ি
কোলকাতা হলেও তাঁর ক্যারিয়ার আর এই আবিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগেই হয়েছে।
১০। আবুল হুসাম, আর্সেনিক দূরীকরণের জন্যসনো
ফিল্টারের উদ্ভাবক, বাড়ি কুষ্টিয়া।
১১। মাকসুদুল আলম, পেঁপে, রাবার ও পাটের জিনোম
সিকোয়েন্সিং করেছেন, বাড়ি ফরিদপুর।
১২। শুভ রায়, কৃত্রিম কিডনির উদ্ভাবক, বাড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি।
১৩। ফজলুর রহমান খান (১৯২৯-১৯৮২), বহুদিন ধরে বিশ্বের উচু ভবন সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক
টাওয়ারের ডিজাইনার, বহুতল ভবন নির্মানের নতুন
পদ্ধতির উদ্ভাবক, বাড়ি ঢাকা।”

   
   

0 responses on "বিদেশী বিজ্ঞানীদের নয়, বাংলাদেশী বিজ্ঞানীদেরকে জানুন !"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved