বায়ুমন্ডল – এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2086
বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2086
20851. বায়ুমন্ডলের ওজোন গ্যাস কী শোষণ করে?
- সূর্যরশ্মি
- অতিবেগুনী রশ্মি
- বেগুনী রশ্মি
- কিছুই না
20852. মধ্য ইউরোপের বিভিন্ন দেশে কখন ঘুর্ণিবাতজনিত বৃষ্টিপাত হয়?
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শরৎকালে
- শীতকালে
20853. কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
- পরিচলন বৃষ্টি
- শৈলোৎক্ষেপ
- ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
- সংঘর্ষ বৃষ্টি
20854. বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয়?
- ৪টি
- ৫টি
- ৬টি
- ৩টি
20855. বায়ুমন্ডলের বিভিন্ন স্তর না থাকলে পৃথিবী কী হতো?
- শূন্যতায় পর্যবসিত হতো
- জীবজন্তুহীন হয়ে পরতো
- বায়ুহীন হতো
- বরফাচ্ছন্ন হয়ে পরতো
20856. কোন যন্ত্র ব্যবহার করার মাধ্যমে বায়ুর চাপ মাপা হয়ে থাকে?
- ব্যারোমিটার 2. ল্যাক্টোমিটার 3. সিসমোগ্রাফ
20857. স্থানীয় বায়ুর উদাহরণ-
- আরব মালভূমির সাইমুম 2. রকি পর্বের চিনুক 3. উত্তর আমেরিকার প্রেইরি
A,C
20858. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
- ৮-৯ কিলোমিটার
- ১২-১৪ কিলোমিটার
- ১৬-১৮ কিলোমিটার
- ১০-১২ কিলোমিটার
20859. সাধারণত কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
- 43020
- 42865
- ২০-৩০
- ৩০-৪০
20860. কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে?
- সমপাতন
- বাষ্মীভবন
- ঘনীভবন
- ঊর্ধ্বপাতন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2086"