কনফিউশান হয় এমন তথ্যগুলো : বাংলা ব্যাকরণে
“১/ বাংলা সাহিত্যের আদি নিদর্শন = চর্যাপদ
আর মধ্য যুগের ১ম নিদর্শন = শ্রীকৃষ্ণকীর্তন।
–
২/ ভাষার জগতে বাংলার স্থান = ৪র্থ আর
সিয়েরা-লিওনের ২য় ভাষা হলো = বাংলা।
–
৩/ নাটকের সংলাপে অনুপযোগী হলো = সাধু
ভাষা আর সাধু ও চলিত ভাষার মিশ্রণকে =
গুরুচণ্ডালী দোষ বলে।
–
৪/ চাকর, চাকু, দারোগা = তুর্কি ভাষার শব্দ,
আলপিন, আলমারী, পাউরুটি, বালতি = পর্তুগিজ
ভাষার শব্দ আর কুপন, কার্তুজ, রেস্তোরা হলো =
ফরাসি ভাষার শব্দ।
–
৫/ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন = মনুয়েল দ্য
আসসুম্প সাঁও আর ১ম বাঙ্গালী হিসেবে বাংলা
ব্যাকরণ রচনা করেন =
রাজা রামমোহন রায়।
–
৬/ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা
ভাষার মৌলিক অংশ = ৪ টি আর ণত্ব ও ষত্ব
বিধান, সমাস এবং সন্ধি আলোচিত হয় =
ধ্বনিতত্ত্বে।
–
৭/বাংলা বর্ণমালায় সর্বমোট বর্ণ রয়েছে = ৫০
টি, পূর্ণমাত্রা = ৩২টি, অর্ধমাত্রা = ৮টি আর
মাত্রাহীন = ১০টি।
–
৮/স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ হলো=স্বর বা কার আর
ব্যঞ্জনবর্ণের = ফলা (মনে রাখবেন বাংলা
বর্ণমালায় = ৫ টি ফলা আছে)।
–
৯/ মহাপ্রাণ ধ্বনি = উচ্চারণের সময় বাতাসের
আধিক্য থাকে আর, তর, তম, তন প্রত্যয়যুক্ত
বিশেষণ পদের অন্ত ‘অ’ সব সময় = সংবৃত হয়।
–
১০/ পরের ই কার ও উ কার আগেই উচ্চারিত হওয়ার
রীতিকে = অপনিহিতি বলে আর দুটো সমবর্ণের
একটির পরিবর্তনকে = বিষমীভবন বলে।
-“
0 responses on "বাংলা ব্যাকরণে কনফিউশান হয় এমন তথ্যগুলো জেনে রাখুন"