বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1632
16311. কৃষির উন্নয়নে কোন বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে?
- সমবায় পদ্ধতির চাষাবাদ
- ঋণ প্রদানউন্নত বীজ
- কীটনাশক
- চারা ও সার বিতরণেবাঁধ নির্মাণ ও সেচের ব্যবস্থা করণে
16312. সন্ত্রাস দমনে উপজেলা কর্মকান্ডের প্রত্যক্ষ তদারকি করে কোন প্রতিষ্ঠান?
- বিভাগীয় কমিশনার
- সিটি কর্পোরেশন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- জেলা পরিষদ
16313. পৌরসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হয়?
- প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
- পরোক্ষ ভোটের মাধ্যমে
- জেলা পরিষদের চেয়ারম্যান দ্বারা
- উপজেলা সদস্যদের দ্বারা
16314. ইউএনও উপজেলা পরিষদে কী হিসেবে দায়িত্ব পালন করে?
- উপজেলা হিসেবে
- প্রধান হিসেবে
- সচিব হিসেবে
- তদারককারী হিসেবে
16315. জেলা পরিষদের চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হয়?
- জেলার জনগণের দ্বারা সরাসরি
- কেন্দ্রীয় সরকার দ্বারা
- উপজেলার চেয়ারম্যান দ্বারা
- পৌরসভার প্রতিনিধিদের দ্বারা
16316. সংরক্ষিত মহিলা সদস্যসহ জেলা পরিষদের সদস্য সংখ্যা কত?
- ১৫ জন
- ২০ জন
- ২৫ জন
- ২৭ জন
16317. উপজেলা পরিষদের জন্য কত সদ স্যের চেয়ারম্যান প্যানেল থাকবে?
- ২ সদস্যের
- ৩ সদস্যের
- ৪ সদস্যের
- ৫ সদস্যের
16318. আঞ্চলিক পরিষদ রয়েছে কোথায়?
- চট্টগ্রামে
- পার্বত্য চট্টগ্রামে
- সিলেটে
- রাজশাহীতে
16319. পৌরসভা আইন কত সাল অনুযায়ী বর্তমান পৌরসভা গঠিত হয়?
- 2005
- 2007
- 2008
- 2009
16320. আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
- ৫-৭টি
- ৮-১২টি
- ১০-১২টি
- ১০-১৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1632"