বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1631
16308. বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
- ৭টি
- ৮টি
- ৯টি
- ১০টি
16309. ১৯৯৮ সালের জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের কয়টি খাতের আয়ের উৎসের কথা বলা হয়?
- ৮টি
- ১০টি
- ১৫টি
- ২০টি
16310. স্থানীয় শাসন বলতে বোঝায় –
- এলাকাভিত্তিক শাসন পরিচালনা
- গোত্রভিত্তিক শাসন পরিচালনা
- ধর্মভিত্তিক শাসন পরিচালনা
- নগরভিত্তিক শাসন পরিচালনা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1631"