বাংলাদেশের-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1617
16161. সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ কার নিকট দায়ী থাকে?
- রাষ্ট্রপতির নিকট
- প্রধানমন্ত্রীর নিকট
- আইনসভার নিকট
- বিচার বিভাগের নিকট
16162. আইন অনুযায়ী দেশের প্রশানস পরিচালিত হয় রাষ্ট্রের কোন অঙ্গের মাধ্যমে?
- আইনসভা
- বিচার বিভাগ
- পুলিশ বিভাগ
- নির্বাহী বিভাগ
16163. রাষ্ট্র গড়ে ওঠে –
- গ্রাম নিয়ে 2. পরিবার নিয়ে 3. সমাজ নিয়ে
A,C
16164. সরকার গঠিত হয় –
- আইন বিভাগ 2. বিচার বিভাগ 3. শাসন বিভাগ
A,B,C
16165. কোনটি রাষ্ট্রীয় তহবিল নিয়ন্ত্রণকারী?
- মন্ত্রিসভা
- আইনসভা
- বিচার বিভাগ
- শাসন বিভাগ
16166. মাঠ প্রশাসনের প্রথম ধাপ কোনটি?
- জেলা প্রশাসন
- উপজেলা প্রশাসন
- বিভাগীয় প্রশাসন
- ইউনিয়ন পরিষদ
16167. সংসদ সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হতে পারবেন তবে তাদের সংখ্যা কত হবে?
- এক-পঞ্চমাংশ
- এক-অষ্টমাংশ
- এক-দশমাংশ
- এক-নবমাংশ
16168. কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?
- মন্ত্রণালয়
- জাতীয় সংসদ
- সুপ্রিম কোর্ট
- সচিবালয়
16169. সরকারের পররাষ্ট্রনীতি দেখাশোনা করে থাকে শাসন বিভাগ। তাহলে রাষ্ট্রদূতের নিয়োগ দান, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে থাকে –
- সচিবালয়
- আইন বিভাগ
- বিচার বিভাগ
- শাসন বিভাগ
16170. দেশের সংকটকালীন মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণা করেন কে?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- স্বরাষ্ট্রমন্ত্রী
- স্পিকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1617"