
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2025
20241. বনভূমি ভূমিকা পালন করে-
- অর্থনৈতিক উন্নয়নে
- প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে
A,B
20242. স্রোতজ বনভূমি বা সুন্দরবনের বৈশিষ্ট্য কোনটি?
- আয়তন ৭৪৬৪ বর্গকিলোমিটার
- সুন্দরী ও গরান এ বনভূমিরে প্রধান গাছ
- এ বনভূমির গাছগুলো স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত
- খাগড়াছড়ি বান্দরবান বরগুনা
20243. স্রোতজ বা লবণাক্ত পানির বনভূমির বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
- গাছগুলোর শ্বাসমূল জোয়ারে সময় পানির ওপর জেগে থাকে
- বীজের অঙ্কুরোদগম ফল গাছে থাকতেই হয়
- গাছগুলো খুবই দীর্ঘ ও মোটা হয়
A,B
20244. দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির বিষয়ে তুমি চিন্তাশীল ও যত্নবান। তোমার চিন্তা কীভাবে দূরীভূত হতে পারে?
- কৃষির মাধ্যমে
- ব্যবসায়ের মাধ্যমে
- শিল্পায়নের মাধ্যমে
- রপ্তানির মাধ্যমে
20245. সুন্দরবন অবস্থিত-
- খুলনা2. বাগেরহাট 3. সাতক্ষীরা
A,B,C
20246. স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি?
- শাল
- সেগুন
- সুন্দরী
- গামারি
20247. কোন ধরনের মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক?
- বেলে
- দোআঁশ
- পলি
- কাদা
20248. আবুল মিয়া তার জমিতে ইক্ষু চাষ করেন। তার জমিতে ইক্ষু খুব ভালো হয়।
- কাঁচামাল সরবরাহ করে
- যন্ত্রপাতি সরবরাহ করে
- শ্রমশক্তি সরবরাহ করে
- মূলধন সরবরাহ করে
20249. আবুল মিয়ার জমির ধরন হতে পারে-
- বেলে দোআঁশ 2. কর্দমময় দোআঁশ 3. পলি দোআঁশ
A,B
20250. কৃষিখাত আমাদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-
- হিমায়িত খাদ্য 2. কাঁচাপাট 3. চা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2026
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2027
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2028