
নতুন জনবল কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে।
রোববার (১৭ই ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এর আগে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বন্ধের তথ্য জানিয়ে একটা চিঠি দেয়া হলেও মাঠ পর্যায়ের ওই চিঠির অস্পষ্টতার সুযোগে অথবা ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষক নিয়োগ অব্যাহত ছিলো। এমতাবস্থায় ষ্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে অসংখ্য বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে চিঠি আসে। অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে মন্ত্রণালয়ের মতামত জানতে চান। ওই চিঠির সূত্র ধরেই শিক্ষা মন্ত্রণালয় ১৭ই ডিসেম্বর মহাপরিচালককে চিঠি লিখে শিক্ষক নিয়োগ বন্ধ থাকার এটি জানিয়ে দেন।
অপর সূত্রগুলো জানায়, নতুন জনবল কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান, কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কাজ করছে।
আরো পড়ুন: