পৌরনীতি-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1575
15741. নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা?
- বাসস্থান
- খেলাধুলা
- টিভি দেখা
- গান করা
15742. কোনটির উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে?
- যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা
- নদীপথ ও সড়কপথের
- বিজ্ঞান ও প্রযুক্তির
- আকাশ ও বিমানপথ
15743. মূলত কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান?
- পৌরনীতি
- ইতিহাস
- অর্থনীতি
- সামাজিক বিজ্ঞান
15744. “সন্তানসন্তুতির জন্মদান ও লালনপালনের নিমিত্তে জৈবিক সম্পর্ক দ্বারা সংগঠিত ক্ষুদ্রবর্গকে পরিবার বলে।” – এটি কার উক্তি?
- ই. এম. হোয়াইটের
- লাস্কির
- ম্যাকাইভারের
- এরিস্টটলের
15745. বাহিমা উপজাতি কোথায় দেখা যায়?
- পাকিস্তানে
- আফ্রিকায়
- বাংলাদেশে
- নেপালে
15746. আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে প্রচলিত আছে –
- যৌথ পরিবার
- বহুপতি পরিবার
- একক পরিবার
- বহুপত্নীক পরিবার
15747. বর্তমানে একক পরিবার গঠনের যে প্রবণতা দেখা দিয়েছে, সে প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবার ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। বাংলাদেশে একক পরিবার গঠনের কারণ কী?
- সময়ের অস্থিরতা পাশ্চাত্য দেশের প্রভাব অর্থনৈতিক অসচ্ছলতা
- একক পরিবার গঠনের ইচ্ছা থেকে
- আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের জন্য
- পারিবারিক চাপে পড়ে
15748. সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
- ইংরেজী
- ল্যাটিন
- ফারসি
- জার্মান
15749. সমাজের শ্বাশত বিদ্যালয় বলা হয় কোনটিকে?
- প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- বিশ্ববিদ্যালয়
- পরিবার
15750. কোন ধরনের পরিবারের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
- গারোদের
- জুলু উপজাতি
- হাজং উপজাতি
- বাহিম উপজাতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৌরনীতি-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1575"