পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সংক্ষেপে এসবি নামে পরিচিত। ষাটের দশকে শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনের তৎপরতা বৃদ্ধিসহ আন্দোলন পরিস্থিতিতে তৎকালীন সরকার দেশের প্রতিটি জেলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেন। ঢাকার মালিবাগে এর সদর দফতর অবস্থিত।

 

পরবর্তীতে এ সংস্থার উপর আরো কিছু নতুন দায়িত্ব অর্পিত হয়। এসব দায়িত্বের মধ্যে রয়েছে, আভ্যন্তরীণ নিরাপত্তা, শিক্ষার্থী তৎপরতা ও শ্রমিক তৎপরতা পর্যবেক্ষণ করা, রাজনৈতিক সংগঠনসমূহের তৎপরতা সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা এবং সীমান্ত সংক্রান্ত বিষয় সরকারকে অবহিত করা। বাংলাদেশ সৃষ্টির পর এ সংস্থাটি আরো সুগঠিত করা হয় এবং ভিআইপি বা রাজকীয় অতিথিদের নিরাপত্তার জন্য এ সংস্থার সাথে যুক্ত করা হয় কিছু সংখ্যক প্রটেকশন ফোর্স। এ ফোর্স বাংলাদেশের প্রত্যেক মহানগর পুলিশ ফোর্সের সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে কেন্দ্রে একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ স্পেশাল ব্রাঞ্চের প্রধানের দায়িত্ব পালন করছেন। তাঁকে সাহায্য করার জন্য কয়েকজন পুলিশ সুপার ও ডেপুটি পুলিশ সুপার, আর তার দাফতারিক স্টাফ রয়েছেন। রেঞ্জের অধীনস্থ প্রত্যেকটি জেলা সদরে একজন ইন্সপেক্টর এবং তার অধীনে সাব-ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও ওয়াচার কনস্টেবল রয়েছেন। জেলা স্পেশাল ব্রাঞ্চের সামগ্রিক দায়িত্ব জেলা পুলিশ সুপারের উপর ন্যস্ত থাকে। তিনি সংশ্লিষ্ট এলাকার সকল বিষয়ের সংবাদসমূহ কেন্দ্রীয় অফিসে প্রেরণ করেন।

 

স্পেশাল ব্রাঞ্চের কার্যাবলীঃ

  • বিভিন্ন সভা সমিতিতে নেতাদের দেয়া বক্তৃতা রেকর্ড করা এবং আপত্তিকর বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
  • রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দৈনিক প্রতিবেন (DR) সাপ্তাহিক গোপনীয় প্রতিবেদন (WCR) ইত্যাদি তৈরি করে যথা কর্তৃপক্ষের কাছে পাঠানো।
  • বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ করে যাচাই করা এবং সেগুলো লিপিবদ্ধ করা।
  • রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ক্ষতিকারক কোন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা অবনতিকারক কর্মকাণ্ড সম্পর্কে সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রয়োজনীয় প্রতি ব্যবস্থার জন্য দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
  • সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন।
  • নিরাপত্তা পরীক্ষণ (Security Vetting)।
  • দেশী/বিদেশী অতি গুরুত্বপূর্ণ (VVIP) এবং গুরুত্বপূর্ণ (VIP) ব্যক্তিগণের নিরাপত্তা দেয়া।
  • কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের জরিপ, পরিদর্শন এবং সেগুলোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেয়া।
  • সীমান্তে উত্তেজনা বিষয় ও উপজাতীয়দের রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপ ও গতিবিধির উপর গোয়েন্দা নজর রাখা।
  • রাজবন্দিদের অন্তরীণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা।
  • স্পেশাল ব্রাঞ্চ ও জেলা স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া।
  • সরকার কতৃক অর্পিত অন্যান্য বিভিন্ন দায়িত্ব পালন।

 

স্পেশাল ব্রাঞ্চ এসবি, বাংলাদেশ পুলিশ, ঢাকা

পদবী

টিএন্ডটি (দপ্তর)

মোবাইল

এডিশনাল আইজি ৯৩৩০৮০২ ০১৭১১-৫৩৮৩১৫

০১৭১৩-৩৭৩০৫২

ডিআইজি ৮৩১৬০৭৭ ০১৭১৩-০১২২৮০

০১৭১৩-৩৭৩০৫৩

এডিশনাল ডিআইজি (কমান্ড্যান্ট) ৯৩৩৫০৫৭ ০১৭১৩-০১৭২৯৯

০১৭১৩-৩৭৩০৫৪

এসএস-১ (প্রশাসন ও অর্থ) ৯৩৩২০০১ ০১৭২০-০৮৯৭৫৮

০১৭১৩-৩৭৩০৫৫

এসএস (ইমিগ্রেশন) ৯৩৩৩৩৭২ ০১৭১১-৫৩৮২২৩

০১৭১৩-৩৭৩০৭১

এসএস-২ (রাজনৈতিক) ৯৩৩৩৮৭ ০১৭১২-০৫৮৪২৩

০১৭১৩-৩৭৩০৭৪

এসএস (ছাত্র-শ্রম) ৯৩৩৩৩৯৪ ০১৭১৩-৩৭৩০৭৪
এসএস (এসসিও-কেপিআই) ৯৩৩৩২২০ ০১৭১৩-০১৩৬৯৩

০১৭১৩-৩৭৩০৬০

এসএস (ভিআর-পিপি) ৯৩৩৩২৯৪ ০১৭১৩-৩৭৩০৫৬
এসএস (প্ররক্ষা) ৯৩৩৩১৩৮ ০১৭১৩-৩৭৩০৬৫
এসএস (টিএফআই/বিশেষ সেল) ৯৩৩৭৮৯২ ০১৭৩০-০২৪১০১
এডি: এসপি (রাজনৈতিক/প্রশাসন) ৯৩৫৮৬৪৪ ০১৭১৩-৩৭৩০৭৫
এডি: এসপি (কেপিআই) ভিআরপিপি ০১৭৩০-০২৪১০২
এডি: এসপি (টিএফআই)/ভি, আর ৯৩৫৩০৬৫ ০১৭৩০-০২৪১০২
এডি: এসপি (ইমিগ্রেশন) ৮৯৬১৩৩৭ (বিমানবন্দর) ০১৭১৩-৩৭৩০৭২
এডি: এসপি (প্ররক্ষা) : ১ ৯৩৩৭৬৩৪ ০১৭১৩-৩৭৩০৬৬
এডি: এসপি (টেক:-প্ররক্ষা)-২ ৯৩৫৬৯৮২ ০১৭৩০-০২৪১০৪
এডি: এসপি (এসসিও/রাজ) ৯৩৬১৭৩১

৯৩৩৭৬৩৪

০১৭১৩-৩৭৩০৬১
সিস্টেম এনালিস্ট ৯৩৩৭৯৫৯ ০১৫৫২-৩৪০৪৬২
এসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট ৯৩৩৭৯৬০ ০১৫৫২-৩২৭১৫৬
কম্পিউটার প্রোগ্রামার ৯৩৩৪৫৭৩ ০১৭১৫-০১০১৫৯
স্পেশাল এসিস্ট্যান্ট ৯৩৫১০৫৫ ০১৭১৩-৩৭৩০৫৯
এএসপি (ডিসি) ৯৩৩১১৮২ ০১৭১৩-৩৭৩০৫৭
এএসপি (রাজনৈতিক – ১) ৯৩৫৮৬১১ ০১৭১৩-৩৭৩০৭৬
এএসপি (রাজনৈতিক : ২) ৯৩৫৮৬১১ ০১৭১৩-৩৭৩০৭৭
এএসপি (রাজনৈতিক : ৩) ০১৭১৩-৩৭৩০৭৮
এএসপি (টিএফআই) ০১৭৩০-০২৪১০৩
এএসপি (ভিআর/ছাত্র শ্রম) ৯৩৬১০৪৮ ০১৭১১-৩৪৭৮৬২
এএসপি (এসসিও/ইমিগ্রেশন) ৯৩৫৮৩০৫ ০১৭১৩-৩৭৩০৬২
এএসপি (এফআর) ০১৭১৩-৩৭৩০৬৩
এএসপি (টেকনিক্যাল) ৯৩৫৮৭০৯
এএসপি (ডেস্ক-প্ররক্ষা) ০১৭৩০-০২৪১০৫
ষ্টাফ অফিসার টু অতি: আইজিপি ৯৩৫১০৫৫

৯৩৫১৮২৮

০১৭১৩-৩৭৩০৫৯
এএসপি (প্ররক্ষা : ২) ৯১৪৬৫৭১ ০১৭৩০-০২৪১০৬
এএসপি (প্ররক্ষা – যমুনা গার্ড) ০১৭৩০-০২৪১০৭
এএসপি (প্ররক্ষা -বঙ্গভবন গার্ড) ০১৭৩০-০২৪১০৮
এএসপি (প্ররক্ষা – রাষ্ট্রপতির বাসভবন) ০১৭৩০-০২৪১০৯
পুলিশ পরিদর্শক (প্ররক্ষা – ডেস্ক) ০১৭৩০-০২৪১১০
ওসি (সুইমিং টিম : ১) ০১৭৩০-০২৪১১২
ওসি (সু্‌ইমিং টিম : ২) ০১৭৩০-০২৪১১৩
ওসি (আর্চওয়ে : ১) ০১৭৩০-০২৪১১৪
ওসি (আর্চওয়ে : ২) ০১৭৩০-০২৪১১৫
ওসি (গানম্যান) ০১৭১৩-৩৭৩০৭০
এএসপি (পাসপোর্ট) ৯৩৩৫৬৬০ ০১৭৩০-০২৪১১৬
ওসি (ইমিগ্রেশন) ৮৯১৪২২৬

৮৯১১৪২২৫

০১৭১৩-৩৭৩০৭৩
এএসপি, এসবি ট্রেনিং স্কুল ৯৩৫৯৫৩৮

৮৩৫৯৫৮

০১৭৩০-০২৪১১৭
এএসপি (ইমিগ্রেশন-প্রশাসন) ৯৩৫৮৩০৫ ০১৭৩০-০২৪১১৮
পুলিশ পরিদর্শক (প্রশাসন-এসসিও) ০১৭৩০-০২৪১১৯
পুলিশ পরিদর্শক (এফআর-এসসিও) ০১৭৩০-০২৪১২০
ওসি (ওয়াচ), এসসিও ৮৩৫১৯৯১ ০১৭১৩-৩৭৩০৬৪
ওসি (এমটি)
প্রশাসনিক কর্মকর্তা ৯৩৬১০৪৫ ০১৭৩২-১৮৬০৫৭
আরওআই,এসবি
আরআই, এসবি
আরএসআই
টিএফআই/রাজনৈতিক শাখা
বঙ্গভবন ০১৭১৩-৩৭৩০৬৭
প্রধানমন্ত্রীর কার্যালয়, এসবি সেল ৯১৪৬৫৭১ ০১৭১৩-৩৭৩০৬৮
এএসপি, প্রধানমন্ত্রীর কার্যালয় ০১৭১৩-৩৭৩০৬৯
প্ররক্ষা (কন্ট্রোলরুম) ০১৭৩০-০২৪১১১
এসবি কন্ট্রোলরুম ডিএমপি- ২১৬২, ২১৪৯, পিএবিএক্স  ৮৩১৭১৪৭, ৮৩৫১৬৭৬ ০১৭২০-৯৯৬৪০৩
কার্ডফোন ৮৩১৭২৪১
সভাকক্ষ ৯৩৪২৫০২
এসএস সিটি এসবি ৯৩৩৩৭৭২ ০১৭১৩-৩৭৩০৭৯
অতি: এসপি (রাজনৈতিক) ৯৩৫৮৭৪০ ০১৭১৩-৩৭৩০৮০
অতি: এসবি (ছাত্র-শিক্ষক) ৯৩৬১০৬০ ০১৭১৩-৩৭৩০৮১
এএসপি রাজ : ১ ৯৩৬১০৫৯ ০১৭১৩-৩৭৩০৮৩
এএসপি রাজ – ২ ৯৩৬১০৫৮ ০১৭১৩-৩৭৩০৮৫
এএসপি (সদর) ৯৩৬১০৬১ ০১৭১৩-৩৭৩০৮২
এএসপি (ভিআর-পাসপোর্ট) ৮৩৫২০৩৭ ০১৭১৩-৩৭৩০৯০
এএসপি (সচিবালয়) ৯৩৬১০৫৮ ০১৭১৩-৩৭৩০৮৬
এএসপি (শ্রম : ১) ০১৭১৩-৩৭৩০৮৭
এএসপি (ডিটেনশন)
এএসপি (ছাত্র-শিক্ষক) ০১৭১৩-৩৭৩০৮৯
ওসি (ওয়াচ) ৯৩৬২৪০৫ ০১৭১৩-৩৭৩০৯১
পুলিশ পরিদর্শক, রমনা জোন ০১৭৩০-০২৪১২১
পুলিশ পরিদর্শক, মতিঝিল জোন ০১৭৩০-০২৪১২২
পুলিশ পরিদর্শক, লালবাগ জোন ০১৭৩০-০২৪১২৩
পুলিশ পরিদর্শক, কোতোয়ালী জোন ৯৫৬৮৮৪৮ ০১৭৩০-০২৪১২৪
পুলিশ পরিদর্শক, সূত্রাপুর জোন ০১৭৩০-০২৪১২৫
পুলিশ পরিদর্শক, ডেমরা জোন ০১৭৩০-০২৪১২৬
পুলিশ পরিদর্শক, ধানমন্ডি জোন ৯৬৭৫৩৮০ ০১৭৩০-০২৪১২৭
পুলিশ পরিদর্শক, সবুজবাগ জোন ০১৭৩০-০২৪১২৮
পুলিশ পরিদর্শক, তেজগাঁও জোন ০১৭৩০-০২৪১২৯
পুলিশ পরিদর্শক, গুলশান, বাড্ডা জোন ০১৭৩০-০২৪১৩০
পুলিশ পরিদর্শক, ক্যান্টনমেন্ট জোন ০১৭৩০-০২৪১৩১
পুলিশ পরিদর্শক, মোহাম্মদপুর জোন ০১৭৩০-০২৪১৩২
পুলিশ পরিদর্শক, মিরপুর জোন ০১৭৩০-০২৪১৩৩
পুলিশ পরিদর্শক, উত্তরা জোন ০১৭৩০-০২৪১৩৪
পুলিশ পরিদর্শক, পল্লবী জোন ০১৭৩০-০২৪১৩৫
পুলিশ পরিদর্শক, বায়তুল মোকাররম জোন ০১৭৩০-০২৪১৩৬
পুলিশ পরিদর্শক, হাইকোর্ট জোন ০১৭৩০-০২৪১৩৭
পুলিশ পরিদর্শক, প্রেসক্লাব জোন ৯৫৫৯২৯৯ ০১৭৩০-০২৪১৩৮
পুলিশ পরিদর্শক, সচিবালয় জোন ৭১৭৪৭৮২ ০১৭৩০-০২৪১৩৯
পুলিশ পরিদর্শক, নারায়ণগঞ্জ জোন ৯৭৫০০৩১ ০১৭৩০-০২৪১৪০
পুলিশ পরিদর্শক, টঙ্গী জোন ৯৮০০১১১ ০১৭৩০-০২৪১৪১
পুলিশ পরিদর্শক, এয়ারপোর্ট জোন ০১৭৩০-০২৪১৪২
পুলিশ পরিদর্শক, বিশ্ববিদ্যালয় জোন ০১৭৩০-০২৪১৪৩
পুলিশ পরিদর্শক, কেরানীগঞ্জ জোন ০১৭৩০-০২৪১৪৪
পুলিশ পরিদর্শক, সাভার জোন ০১৭৩০-০২৪১৪৫
পুলিশ পরিদর্শক, কারাগার জোন ০১৭৩০-০২৪১৪৬
কন্ট্রোল রুম ৯৩৩০৬৭০

৯৩৫৭২২৪

৯৩৬১০৫৩

—–
ওয়ারলেস কন্ট্রোল রুম ৯৩৫৭১৩৯

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline