এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 42
411. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে –
- উদ্যোক্তার দক্ষতার উপর
- নির্ভুল হিসাবরক্ষণের উপর
- মূলধন বিনিয়োগের উপর
- কোনটিই নয়
A,B
412. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল কেমন হয়?
- সাপ্তাহিক
- মাসিক
- বাৎসরিক
- ক ও খ
413. নিচের কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে বিবেচিত হবে?
- মনিহারি ও বস্ত্র ক্রয়
- কাঁচাবাজার ও খাদ্য সামগ্রী ক্রয়
- দেনাদার ও ব্যাংক ঋণ পরিশোধ
- জমি ও সঞ্চয়পত্র ক্রয়
414. কেন পারিবারিক হিসাব নিকাশ কার্য অত্যন্ত সহজ ও সরল হয়?
- একজন নিয়ন্ত্রণ করে
- নগদে লেনদেন হওয়ায়
- সহজে করা যায়
- আইনি নিয়ন্ত্রণ নেই
415. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে –
- পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়
- ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়
- পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
- কোনটিই নয়
A,B,C
416. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে –
- পরিবারের সম্পদ সম্পর্কে জানা
- পরিবারের দায় সম্পর্কে জানা
- পারিবারিক তহবিল সম্পর্কে জানা
- উপরের সবগুলো
A,B,C
417. পরিবারের ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
- পারিবারিক হিসাব
- আর্থিক অবস্থার বিবরণী
- পারিবারিক বাজেট
- পরিকল্পনা
418. পারিবারিক বাজেট প্রস্তুতের পদক্ষেপ কয়টি?
- ৮টি
- ৭টি
- ৬টি
- ৫টি
419. পারিবারিক বাজেট তৈরির প্রথম স্তর কোনটি?
- বাস্তবমুখী পরিকল্পনা
- আয় ও ব্যয়ের সমতা রক্ষা
- মূল্য নিরূপণ
- প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা প্রস্তুত
420. আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে –
- পরিবারের কেনো মূলধন থাকে না
- প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বাদ দিয়ে পারিবারিক তহবিল নির্ণয় করা হয়
- পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবে প্রদর্শন করা হয়
- খ ও গ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
0 responses on ""পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 42"